খুব শিগগিরই আবার ‘পেসার হান্ট’ শুরু করতে যাচ্ছে বিসিবি। পেস বোলার খুঁজে বের করার এই উদ্যোগে এবার বিসিবির সঙ্গে থাকছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।
পেস বোলিং প্রতিভা অন্বেষণে ২০০৫ ও ২০০৭ সালে দেশজুড়ে ‘পেসার হান্ট’ কার্যক্রম করেছিল বিসিবি। বিসিবির অন্যতম প্রশংসিত ও ফলপ্রসু একটি উদ্যোগ ছিল সেটি। আজকের রুবেল হোসেন, শফিউল ইসলামরা বেরিয়ে এসেছিলেন পেসার হান্ট থেকেই। পাওয়া গিয়েছিল আরও বেশ কিছু পেস প্রতিভার সন্ধান।
এরপর অনেকবার আবার শুরু করার কথা থাকলেও এই কার্যক্রম আর করতে পারেনি বিসিবি। অবশেষে শুরু হতে যাচ্ছে আবার। বুধবার বিসিবির সভায় সিদ্ধান্ত হয়েছে, এ বছরই আবার পেসার হান্ট আয়োজন করা হবে।
সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধা্ন্তের কথা জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
“আমরা আবার পেসার হান্ট শুরু করতে যাচ্ছি। সারা দেশ থেকে ফাস্ট বোলার খুঁজে বের করা হবে। এখনও শুরুর তারিখ ঠিক হয়নি, তবে এই বছরই হবে।”
বিসিবির এই কার্যক্রমের সঙ্গে থাকছে জাতীয় দলের স্পন্সর রবি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, রবি প্রস্তাব পাঠিয়েছে। তাদের সঙ্গে কথা বলে শিগগিরই সব কিছু চূড়ান্ত হবে।