Entertainment & Discussions > Animals and Pets
বিশ্বের সবচেয়ে খুদে শামুক
(1/1)
khairulsagir:
বিশ্বের সবচেয়ে ছোট শামুকের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার একদল গবেষক। মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে দশমিক পাঁচ থেকে দশমিক ছয় মিলিমিটার (০.০২ ইঞ্চি) দৈর্ঘ্যের এই খুদে শামুকের সন্ধান পান গবেষকেরা। মানুষের পাঁচটি চুল পাশাপাশি রাখলে যতটা পুরু হয়, এই শামুকগুলোর আকার বড় জোর ততটা হতে পারে। গবেষকেরা এটাকে বলছেন ডোয়ার্ফ বা ‘অ্যাকমেলা নানা’।
এর আগে আবিষ্কৃত সবচেয়ে ছোট শামুকের দৈর্ঘ্য ছিল দশমিক ৮৮ মিলিমিটার (০.০৩ ইঞ্চি)। গত সেপ্টেম্বর মাসে চীনে এই খুদে শামুক পাওয়া যায়।
গতকাল সোমবার প্রকাশিত ‘জুটাক্সা’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ। গবেষকদের দাবি, খুদে এই শামুকের পাশাপাশি আরও ৪৭ প্রজাতির ভূচর শামুকের সন্ধান পেয়েছেন তাঁরা। এর মধ্যে অদ্ভুতভাবে বেঁকে থাকা কিছু শামুকও রয়েছে।
ন্যাচারালিস বায়োডাইভারসিটি সেন্টার ও নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও গবেষণা নিবন্ধের প্রধান লেখক মেননো সিলথুইজেন বলেন, গবেষকেরা এখনো বুঝতে পারেননি এই শামুকের অদ্ভুত খোলস কী কাজে লাগে। ভূচর শামুকের জন্য এটা অস্বাভাবিক। দীর্ঘ আকৃতির অর্থ এগুলো ভঙ্গুর।
গবেষকেরা শুধু শামুকগুলোর খোলস পেয়েছেন। এগুলো কোথাকার, সে তথ্য তাঁরা বের করতে পারেননি। তবে এই খোলসগুলো শামুকের শ্রেণীকরণে কাজে লাগবে বলে মনে করেন তাঁরা। সুইজারল্যান্ডের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক আইকে নিউবার্ট বলেন, খুদে শামুক খুঁজে পাওয়ার চেয়ে এ গবেষণার গুরুত্ব হচ্ছে ৪৮টি প্রজাতির সন্ধান লাভ। এ গবেষণা প্রমাণ করে, জীববৈচিত্র বোঝার ক্ষেত্রে আমরা কত পিছিয়ে আছি। এ ধরনের জরিপ তাই আরও প্রয়োজন।
Source: http://www.prothom-alo.com/technology/article/673288/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95
myforum2015:
Nice!!!
Saujanna Jafreen:
valo laglo.....
Antara11:
These are so cute!
Navigation
[0] Message Index
Go to full version