এ বছর ৬০ বছরে পা রাখল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। ১৯৫৫ সাল থেকে শুরু হয়েছিল এর পথচলা, তারপর থেকেই দুনিয়াজুড়ে এর তুমুল জনপ্রিয়তা। এ পর্যন্ত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের বই বিক্রি হয়েছে ১৩২ মিলিয়ন কপি, এক শটিরও বেশি দেশে।

ওলগা লিয়াশচুক: ঊরু দিয়ে তিনটি তরমুজ দুমড়েমুচড়ে ফেলেছেন সবচেয়ে দ্রুততম সময়ে! ছবি: র্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

জগদীশ: সবচেয়ে বেশি দূর পাড়ি জমিয়েছেন অটো-রিকশা কাত করে! ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

ডমিনিক ল্যাকেস: সবচেয়ে বেশি বার ঘুরপাক খেয়েছেন অনুভূমিক অবস্থায়!ছবি: রায়ান শুড (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

লিনসে লিন্ডবার্গ: সবচেয়ে বেশি সংখ্যক টেলিফোন ডিরেক্টরি ছিঁড়েছেন মাত্র এক মিনিটে! ছবি: র্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

বিজয় কুমার: মুখে তাঁর সবচেয়ে বেশি দাঁত! ছবি: রিচার্ড ব্র্যাডবারি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

তামেরু জেগেই: সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন ক্রাচে ভর দিয়ে! ছবি: কেভিন স্কট র্যামোস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

মার্কাস ডেইলি: হট ডগের একটা কার্ট বানিয়েছেন, যেটা দুনিয়ায় সবচেয়ে বড়। ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

তাকেরু কোবায়াসি: সবচেয়ে বেশি হ্যাম বার্গার পেটে চালান করেছেন মাত্র তিন মিনিটে! ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

লি লংলং: ধারাবাহিকভাবে সবচেয়ে বেশিবার সিঁড়ি বেয়ে উঠেছেন, তবে সেটা মাথা দিয়ে! ছবি: গিল মোন্টানা (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

জেইসন ওরলান্দো রদ্রিগেজ হার্নান্দেজ: জীবিত মানুষের মধ্যে সবচেয়ে লম্বা পা-ওয়ালা। ছবি: জেমস এলেরকার (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

ফ্রানচেসা: তাঁর একটা পোষা খরগোশ আছে, সেটির আছে আবার দুনিয়ার সবচেয়ে লম্বা পশম।ছবি: র্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

দেবেন্দ্র সুতার: হাত ও পায়ে সবচেয়ে বেশি আঙুলের মালিক! ছবি: র্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

ভারত সিন পারমার: সবচেয়ে লম্বা মোটরসাইকেলের মালিক। ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

বার্টি: পুরস্কারটি উঠেছে একটি কচ্ছপের হাতে! না উঠে উপায় কী! সে যে সবচেয়ে দ্রুতগতির কচ্ছপ! ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

সান মিংমিং ও জু ইয়ান: সবচেয়ে লম্বা বিবাহিত জুটি। ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)

আলবার্তো বুসনারি: পমেল হর্সে (শারীরিক কসরতে ব্যবহৃত বিশেষ অনুষঙ্গ) সবচেয়ে বেশি বার থমাস ফ্লেয়ার (জিমন্যাস্টিকসের একটি কসরত) করেছেন মাত্র এক মিনিটে।
ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)
সূত্র: দ্য গার্ডিয়ান ডটকম, যুক্তরাজ্য