Health Tips > Heart

কীভাবে এল হৃদযন্ত্র প্রতিস্থাপন !

(1/1)

Lazminur Alam:
দক্ষিণ আফ্রিকার চিকিত্সক ক্রিস্টিয়ান বার্নার্ড চিকিত্সাবিজ্ঞানে নিজেকে অমর করে রেখেছেন। তাঁর হাতেই হয়েছিল পৃথিবীর প্রথম হৃদয় প্রতিস্থাপন।
১৯৬৭ সালের ডিসেম্বরে কেপটাউনের গ্রুট শুর হাসপাতালে বার্নার্ডের নেতৃত্বে প্রায় ১২ জন চিকিত্সক ও নার্স এই ‘অসাধ্য’টি সাধন করেছিলেন।
অস্ত্রোপচার সফল হলেও বার্নার্ড ওই রোগীকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেননি। মাত্র ১৮ দিন পরই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান হৃদয় প্রতিস্থাপিত হওয়া রোগী। তবে হৃদ্যন্ত্রের প্রথম সফল প্রতিস্থাপন হিসেবে গ্রুট হাসপাতালের ওই অস্ত্রোপচারটি চিকিত্সাশাস্ত্রে ঠিকই অমরত্ব লাভ করেছে।






http://www.prothom-alo.com/pachmisheli/article/682597/হৃদযন্ত্র-প্রতিস্থাপন

rumman:
পৃথিবীতে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ঘটনা এমনিতেই বিরল। কিন্তু যুক্তরাজ্যের এক ব্যক্তি প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে ৩৩ বছর স্বাভাবিক জীবন যাপন করেছেন। তাঁর নাম ম্যাককাফার্থি। সম্প্রতি ব্রিটেনের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

ম্যাককাফার্থি হৃৎপিণ্ড প্রতিস্থাপন করান ৩৯ বছর বয়সে। আর মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। যদিও ১৯৮২ সালে প্রতিস্থাপনের সময় চিকিৎসকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ম্যাককাফার্থি বড়জোর পাঁচ বছর বাঁচবেন। কিন্তু প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকায় ২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তাঁর। তখন তিনি বলেছিলেন, ‘যাঁরা হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে বাঁচতে চান, এই রেকর্ড তাঁদের অনুপ্রেরণা জোগাবে।’

ম্যাককাফার্থির হৃৎপিণ্ডের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েছিল এবং ঠিকমতো রক্ত সঞ্চালন করতে পারছিল না। তখন ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। তাঁর স্ত্রী জানান, হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর তিনি সুস্থ ছিলেন এবং দুজনে মিলে বিশ্ব ঘুরে বেড়িয়েছেন।

প্রসঙ্গত, পৃথিবীতে প্রথমবারের মতো সফল হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয় দক্ষিণ আফ্রিকায়; ১৯৬৭ সালে কেপ টাউনের একটি হাসপাতালে। তাতে অংশ নেয় ৩০ চিকিৎসকের একটি দল। কিন্তু যাঁর দেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়, তিনি বেঁচে ছিলেন মাত্র ১৮ দিন। সূত্র : বিবিসি।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/02/12/324001#sthash.O47znH9C.dpuf

Anuz:
Thanks to improve our general knowledge by giving such an important information.

Navigation

[0] Message Index

Go to full version