স্মার্টফোন আনছে গুগল

Author Topic: স্মার্টফোন আনছে গুগল  (Read 912 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
স্মার্টফোন আনছে গুগল
« on: November 16, 2015, 10:02:41 AM »
স্মার্টফোন আনছে গুগল



বিশ্বের বৃহ্ত্তম সার্চ ইঞ্জিন গুগল এবার নিজেরাই স্মার্টফোন ব্যবসায় নামার ঘোষণা দিয়েছে। স্টিভ জবসের অ্যাপল স্মার্টফোনকে টেক্কা দিতেই এমন উদ্যোগ দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত স্মার্টফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি।

মোবাইল ব্যবসায় গুগল যে নতুন তা নয়। বর্তমানে তারা 'নেক্সাস' নামে এক ধরনের ফোনের ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং ও সরাসরি সেল করে। বিশ্বব্যাপী স্মার্টফোনের বড় বাজার তৈরি হওয়ার প্রেক্ষাপটে তাই তারা এখন স্মার্টফোনের দিকেই বেশি মনোযোগী হতে চায়।

স্মার্টফোন তৈরির মতো প্রযুক্তিও গুগলের হাতে আছে। ২০১২ সালে মোবাইল প্রস্তুতকারক মটোরোলাকে কিনেছিল তারা। পরে ২০১৪ সালে লেনোভোর কাছে মটোরোলাকে বিক্রি করে দেওয়ার সময় মটোরোলার স্মার্টফোন সংক্রান্ত পেটেন্ট হাতে রেখেছে গুগল।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ

- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/11/15/109784#sthash.NJolXiov.dpuf