Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management
Highest speed of wind
rumman:
সর্বোচ্চ গতির বাতাসের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তবে সৌরজগতের বাইরে। এর গতিবেগ ঘণ্টায় আট হাজার ৬৯০ কিলোমিটার, যা শব্দের গতিবেগের চেয়েও সাত গুণ বেশি। তবে এ আবিষ্কারের আরেকটি তাৎপর্য আছে। তা হলো সৌরজগতের বাইরের কোনো গ্রহের বাতাসের গতিবেগ এই প্রথম সরাসরি মেপে দেখলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের নতুন এই কৃতিত্বের মালিক যুক্তরাজ্যের 'ইউনিভার্সিটি অব ওয়ারউইক'-এর একদল গবেষক। তাঁরা জানান, বহির্গহে (এক্সোপ্লানেট) এ বাতাস বইছে, সেটির নাম 'এইচডি ১৮৯৭৩৩বি'। এটি পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত। গবেষকরা আরো জানান, পৃথিবীতে এ পর্যন্ত বাতাসের সর্বোচ্চ যে গতিবেগ পাওয়া গেছে, তার চেয়ে ওই বাতাসের গতিবেগ ২০ গুণ বেশি। পরিমাপ করার সময় এই বাতাস বহির্গ্রহটির আলোর অংশ থেকে অন্ধকার অংশের দিকে প্রবাহিত হচ্ছিল।
গবেষকদলের সদস্য ড. পিটার উইটলি বলেন, 'দূরের কোনো গ্রহে বাতাসের গতিবেগ নির্ণয় করতে পেরে আমরা উত্তেজিত।' তিনি জানান, এই গতিবেগ মাপতে তাঁরা যে পদ্ধতি ব্যবহার করেছেন, তা দিয়ে ভবিষ্যতে দূরবর্তী অনেক গ্রহের আবহাওয়ার খবর জানা যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/11/16/291118#sthash.Im66fZPe.dpuf
silmi:
Thanks for sharing.. Very informative
Kazi Taufiqur Rahman:
Nice post. Thanks for sharing.
naser.te:
Interesting...
nadimhaider:
thanks
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version