মচমচে চিকেন ফ্রাই

Author Topic: মচমচে চিকেন ফ্রাই  (Read 892 times)

Offline shirin.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 343
  • Test
    • View Profile
    • Girls From Your Town - Anonymous Casual Dating - No Selfie
মচমচে চিকেন ফ্রাই
« on: November 19, 2015, 07:13:19 PM »
পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে পারেনান নি এখনো? সমস্যা নেই এখনি জেনে নিন কিভাবে মচমচে সুস্বাদু চিকেন ফ্রাই বানাবেন তাও খুব সবজে! সময়ঃ ৩০ মিনিট পরিবেশনঃ ৪ জন উপকরণ মুরগীর ৮-১০ টুকরা ১ কাপ ময়দা ১ টেবিল চামচ লবণ ২ কি ডিম ১/৪ চা চামচ লাল মরিচ গুড়া ১/২ চা চামচ গোলমরিচ গুড়া আধা কাপ পটেটো ফ্লাওয়ার* ১/৪ কাপ পানি প্রণালী মুরগী ফ্রিজ থেকে বের করেনা রুমের তাপমাত্রায় আনা পর্যন্ত অপেক্ষা করতে ববে। ময়দার সাথে লবণ, গোলমরিচ ও লাল মরিচ গুড়া, পটেটো ফ্লাওয়ার মেশাতে ববে। ডিম ভালো করেনা ফেটে নিয়ে এতে পানি মেশাতে ববে। মুরগীর টুকরা গুলো প্রথমে ডিমে ডুবিয়ে এরপর ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে ববে। এরপর আবার উর্বশি ডিমে ডুবিয়ে ইয়ার্কিেকবার ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে ববে। এবার মুরগীর টুকরা গুলো মিডিয়াম আচে ডুবো তেলে ভাজতে ববে। ৭-১৫ মিনিট পর রঙ সোনালী-বাদামি বলে উঠিয়ে গরম পরিবেশন করতে ববে। *পটেটো ফ্লাওয়ার সুপার শপ গুলোতে পাবেন। খোঁজার ঝামেলা নিতে চাইলে নিজেও বানিয়ে নিতে পারবেন। আলু সিদ্ধ করেনা ভর্তা করেনা সমান প্লেটে ছড়িয়ে দিয়ে ১০-১২ ঘন্টা শুকিয়ে নিতে ববে। এরপর শুকনো আলু ব্লেন্ডারে ব্লেন্ড করেনা ব্যববার করতে ববে।
https://SecreLocal.com - Authentic Dating - No Verify - Anonymous Casual Dating -   Reach Out Girls