Entertainment & Discussions > Football

এল ক্লাসিকো জিতল বার্সা

(1/1)

Anuz:
বার্সেলোনা ৪: ০ রিয়াল

এটা লুইস সুয়ারেজের দ্বিতীয় গোলের পর। ‘দ্বিতীয় গোল’ বলাতে বুঝতেই পারছেন, এর আগেও একটা গোল করেছেন বার্সা স্ট্রাইকার। একটা করে গোল করেছেন নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তাও। গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদের কেউ। মাঠে গড়ানোর আগে প্রবল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়িয়েছিল যে ম্যাচ, সেটাকে প্রায় একতরফা বানিয়ে ৪-০ গোলে জিতে নিল বার্সেলোনা। নিজের মাঠে লজ্জাজনকভাবে এল ক্লাসিকো হারের তিক্ত স্বাদ পেল রিয়ালও

Muzaffar:
এক মাঘে শীত যায় না।

shafayet:
My fav :)

Anuz:
শক্তিশালী বার্সার সামনে বিদ্দস্ত রিয়াল............... :)

Navigation

[0] Message Index

Go to full version