IT Help Desk > Web based Developer Forum
Hide Module Position on Article Page
(1/1)
Md. Milton:
জুমলা: একটি পুরষ্কারপ্রাপ্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।আপনি যদি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নাও জানেন তবুও জুমলা দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে পারবেন।তবে যে কোডিং জানে সে এর কোড এডিট করে যত সুন্দর করতে পারবে আপনি তা পারবেননা।
এ রকম ই একটা অপশন হলো আর্টিকেল পেজ এ মডিউল না দেখানো। যারা কম বেশি জুমলা নিয়ে কাজ করছেন তারা জানেন অনেক সময় শুধু মাত্র আর্টিকেল দেখানোর প্রয়োজন, তখন ইনডেক্স পেজ এডিট করতে হবে. ইনডেক্স পেজ এ মডিউল দেখানোর পূর্বে পি এইস পি এর এই কোড যদি লেখা হয় (<?php if (JRequest::getVar( 'view' ) != 'article') : ?> মডিউল এর নাম <?php endif; ?> ) তাহলে আর আর্টিকেল পেজ এ মডিউল দেখা যাবে না
Navigation
[0] Message Index
Go to full version