IT Help Desk > Use of PC
এবার কম্পিউটার Auto বন্ধ হবে
(1/1)
Md. Mizanur Rahman:
তার জন্য প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে।
কাজটা হল প্রথমে আপনাকে রান কমান্ডে প্রবেশ করতে হবে,
এবার রান কমান্ডে নিচের কোড গুলি লিখুন।
shutdown.exe -s -t 300
এটার হিসাব হবে মিনিট এবং সেকেন্ড
মানি আমি এখানে ৩০০ দিয়েছি কারন হল ৫ মিনিটে হল
৩০০ সেকেন্ড। তাহলে দেখি আমরা কি ভাবে হিসাব করব
যেমন ৫ ইন্টু ৬০ = ৩০০।
তারপর এন্টার প্রেস করুন। হয়ে গেল।
ওয়েব ডিজাইনার:অলক শর্মা
Source: http://tune26.blogspot.com/2012/08/auto.html
Navigation
[0] Message Index
Go to full version