Windows 7,Thumbs.db কে যেভাবে Delete করবেন

Author Topic: Windows 7,Thumbs.db কে যেভাবে Delete করবেন  (Read 2467 times)

Offline Md. Mizanur Rahman

  • Newbie
  • *
  • Posts: 43
  • Mizanur Rahman
    • View Profile
Thumbs.db কি,
Thumbs – শব্দটি Thumbnails এর সংক্ষিপ্ত রুপ।
db – শব্দটি Database এর সংক্ষিপ্ত রুপ।
অর্থা Thumbnails Database এর সংক্ষিপ্ত রুপ হল : Thumbs.db
এটি একটি ফাইল, যেটি Database ফাইলের জন্য ইমেজ Thumbnails হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এটি cache ফাইল, যেটি windows folder গুলোর জন্য image Thumbnails বহন করে। যখনই কোন folder open করা হয় windows স্বয়ংক্রিয়ভাবে এই Thumbs.db ফাইলটি তৈরী করে দেয়।
Thumbs.db যেভাবে delete করবেন :
Thumbs.db ফাইল delete করার জন্য Folder Option >   ক্লিক করুন View tab > খুজুন “Display file icon on thumbnails”  এবং uncheck করে দিন। এটিও uncheck  করে দিন “Hide protected operating system files (Recommended)”। এবার thumbs.db লিখে আপনার হার্ডড্রাইভ search করুন। কি বোর্ড থেকে CTRL+A চাপুন। আবার কি বোর্ড থেকে Del বাটন চাপুন। কোন উইন্ডো আসলে ok/yes করে দিন। আপনার PC র সমস্ত Thumbs.db ফাইল delete হয় যাবে।
Thumbs.db যেভাবে Disable করবেন :
প্রথমে start menu থেকে gpedit.msc লিখুন এবং enter চাপুন। নিচের উইন্ডো দেখতে পাবেন।
তারপর  User Configuration (বাম পাশে) থেকে  Windows Components (ডান পাশে) ক্লিক করুন।


তারপর Windows Explorer নির্বাচন করুন।

তারপর নির্বাচন করুন : Turn off the caching of thumbnails in hidden thumbs.db files

তারপর মাউসের Right click করুন এবং নির্বাচন করুন Edit

তারপর নিচের উইন্ডো দেখতে পাবেন।

এখান থেকে Enabled অপশন নির্বাচন করুন। তারপর Apply করে Ok করুন।

এবার আপনার PC Restart করুন। এখন থেকে আপনার  PC Thumbs.db থেকে মুক্ত।

Source: http://tune26.blogspot.com/2012/07/windows-7thumbsdb-disable-delete.html
Md. Mizanur Rahman
Student Counselor
Tel: +88029138234-5,9136694, 9116774 Ext-124
Cell: 01847140094
mizanur@daffodilvarsity.edu.bd
Daffodil International University