কলা খেয়ে এইডস প্রতিরোধ!

Author Topic: কলা খেয়ে এইডস প্রতিরোধ!  (Read 739 times)

Offline Mosammat Arifa Akter

  • Full Member
  • ***
  • Posts: 187
  • Test
    • View Profile
কলা খেয়ে এইডস প্রতিরোধ!
« on: November 23, 2015, 08:27:46 PM »
জীবন সংহারি একাধিক রোগ প্রতিরোধ করার উপাদান রয়েছে কলার মধ্যে। এমনকি এইডস পর্যন্ত।

এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, কলার মধ্যে রয়েছে এমন এক পদার্থ যা মানব দেহে রোগ সংক্রামক ও মারাত্মক ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে।

নতুন এক গবেষণায় এমনটাও দাবি করা হয়েছে, কলার মধ্যে যে পদার্থ রয়েছে তা AIDS, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মতো মরণ ব্যাধির ওষুধ হিসেবেও কাজ করে।

আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা চালানো হয়। কলার বিভিন্ন নমুনা নিয়ে এখনও গবেষণা চলছে।

কলার মধ্যে থাকা ব্যানানা ল্যাকটিন মানব শরীরের কোষগুলোর মধ্যে ভাইরাস সংক্রামণকে ‘পড়তে’ পারে বলে দাবি নতুন গবেষণার।

গবেষণায় মানব দেহের রোগ প্রতিরোধের প্রকৌশল নিয়েও আলোচনা করা হয়, সেখানেই কলার মধ্যে থাকা প্রোটিন ও তার কার্যকারিতার বিষয়টি উঠে আসে।

গবেষকদের মতে BanLec (ব্যানানা ল্যাকটিন) মানব শরীরে AIDS, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মত ভাইরাসগুলোকে বিশ্লেষণ করে দেয়।

ক্যাম্পাসলাইভ২৪ডটকম
Mosammat Arifa Akter
Senior Lecturer(Mathematics)
General Educational Development
Daffodil International University