IT Help Desk > History & Latest Cyber crime
বাংলাদেশে সাইবার অপরাধের মাত্রা এক বছরে দ্বিগুণ
sisyphus:
বাংলাদেশের পুলিশ জানাচ্ছে, দেশটিতে সাইবার অপরাধীদের তৎপরতা গত এক বছরে দ্বিগুণ হয়েছে। অনেক ক্ষেত্রেই এসব অপরাধীদের দক্ষতার সঙ্গে কুলিয়ে উঠতে পুলিশকে গলদঘর্ম হতে হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত 'সাইবার ক্রাইম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের প্রয়োগ' শীর্ষক এক কর্মশালায় বলা হয়, অনেক সময় সাইবার অপরাধের শিকার ব্যক্তিরা অভিযোগ না করায়, প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারে না আইন প্রয়োগকারী সংস্থাটি। তবে পুলিশ বলছে তারা এক্ষেত্রে দ্রুত সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা কি সাইবার অপরাধ দমনে যথেষ্ট?
তথ্যসূত্রঃ বিবিসি (বাংলা)
smriti.te:
Bad news :(
saikat07:
:(
Mahiuddin Ahmed:
Another social crisis of our beloved country. :(
Md.Maruf Chowdhury:
Cyber security is the ability to protect or defend the use of cyberspace from cyber-attacks, according to the National Institute of Standards and Technology, USA.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version