Faculties and Departments > Teaching & Research Forum
ভয়ংকর ও ভীষণ ঝুঁকিপূর্ণ যে ৫ খেলা
silmi:
খেলতে কে না ভালোবাসে? কিন্তু সেটা যদি হয় মৃত্যুর খেলা তবে? ভাবছেন, মৃত্যু নিশ্চিত এমন খেলাও মানুষ খেলে? সত্যি বলতে কি, আসলেই খেলে থাকেন। আর মারাও যান অনেকে। নতুন কিছু করার ইচ্ছে থেকে প্রায়ই এমন সব খেলা তৈরি করে মানুষ যার ফাঁদে পড়ে তারা নিজেরাই। আসুন জেনে নিই এমন কিছু ভয়ংকর মৃত্যখেলা সম্পর্কে।
১. দ্যা প্রফেট
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত দ্যা প্রোফেট। আকাশের দিকে প্রায় ৫৫০ মিটার উঁচু হয়ে থাকা এই খাড়া পাহাড়টির রয়েছে মৃত্যূর দূত হিসেবে ভয়ানক পরিচিতি। এতে চড়া মানে বহু বাঘা বাঘা মানুষেরও মৃত্যু। কিন্তু তবু সব বিপদকে তুচ্ছ করে পাহাড়টিতে উঠে পড়ে মানুষ। রোজই ওঠে। কোন কারণ ছাড়াই কেবল খেলার তাগিদে। শুধু তাই নয়, কখনো কখনো খেলতে গিয়ে আরো বেশি মজার জন্যে দড়ি পর্যন্ত নিতে চান না অনেকে। আর ফলাফল? প্রতি বছরই অনেক মানুষ মারা যান এই পাথুরে শরীর বেয়ে নীচে পড়ে।
২. ফ্যান্টম গুহা ও ময়ুর ঝর্ণা
কেবল উঁচু কোন স্থানেই নয়, মানুষ মৃত্যুর সন্ধানে খেলতে চলে যায় মাটির নীচের গুহাতেও। অবসর কাটাতে অনেক সময় আমেরিকার এই গুহাতে খেলতে যান অনেকে। খেলার ভেতরে পড়ে অন্ধকারের ভেতরে পানিতে সাঁতার কেটে চলা। যেটা কিনা মাটির চাইতে কয়েকশত মিটার নীচে অবস্থিত। এখন পর্যন্ত এই গুহার ভেতরের রাস্তাকে ৪০০ মিটার বলে উল্রেখ করা হয়েছে মানচিত্রে। আর তার কারণ, এর বেশি এখন পর্যন্ত কেউ গিয়ে ফিরে আসতে পারেনি। ডুবে মরার ভয় আর অন্ধকার দুটোরই মিশেল এই গুহা আর ঝর্ণার ভেতরে হাতড়ে বেড়ানোর খেলা তবু এখনো কম টানেনা মানুষকে।
৩. মোহারের রাস্তা
আয়ারল্যান্ড এর হুইস্কি, সবুজ পাহাড়ের চূড়া আর নানারকম গাছের জন্যে বেশ পরিচিত। তবে এর সবগুলো শুনতে যতটা ভালো মনে হচ্ছে ততোটা আসলে নয়। বিশেষ করে এর রাস্তা মোহারের কথা তো না বললেই নয়! সমুদ্রের বালি দিয়ে একটু একটু করে তৈরি হয়েছে মোহার নামের পাহাড়ের চূড়াটি। প্রচন্ড সরু আর ১৮০ মিটার নীচে নেমে যাওয়া মোহারের চূড়ার এই রাস্তাটিতে হাঁটতে গেলেও ভয় লাগে। তবু সেখানে নিছক খেলার জন্যেই সাইকেল নিয়ে প্রতিযোগিতায় নামা হয়। ভাবুন তো, মৃত্যু কতোটা হয় সেখানে?
৪. হাঙরের সাথে খেলা
প্যাডল বোর্ডিং বা দাঁড় বাওয়ার খেলা খুব একটা অপরিচিত নয় কারো কাছে। এখানে মানুষকে হাতের মাধ্যমে দাঁড় বেয়ে ছুটে যেতে হয় পানিতে। কিন্তু এই পুরো ব্যাপারটিকে অনেক বেশি ভয়ঙ্কর করে ফেলেন ক্রিস ফেলোর মতন কিছু অত্যন্ত সাহসী কিছু খেলোয়ার। যেখানে তারা হাঙরের কাছ থেকে মাত্র ১.৭ মিটার দূরে থাকা অবস্থাতেও দাঁড় বেয়ে যান যথাসাধ্য!
৫. রকি মাউন্টেইন ওয়াটারফল
এ খেলায় বরফের চূড়ায় ওঠার পরিবর্তে আগাগোড়া বরফে জোড়ানো একটা পানির স্রোতের ওপর দিয়ে চড়তে হয়। যেখানে হঠাৎ করে হয়ে যেতে পারে কোন ধরনের দূর্ঘটনা। ভাবুন তো একবার, আপনি উঠছেন আর হঠাৎ করে ভেঙে পড়ে গেল আপনার ধরে থাকা বরফটুকু। কি হবে তখন? আপনি সহ গিয়ে পড়বে সেটা একদম নীচে। কানাডায় এই পাহাড়টিতে তাও আজও খুব উত্সাহ নিয়েই খেলা হয় এই খেলা।
Ishtiaque Ahmad:
Thanks for sharing.. Very informative
nadimhaider:
Crazy games. thanks
irina:
Don't wanna play. :D
Saba Fatema:
Interesting.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version