Faculty of Allied Health Sciences > Public Health

নানারকম উপকারিতা রয়েছে ফিশ অয়েলে

(1/1)

Md. Fouad Hossain Sarker:
বিভিন্ন গবেষণায় বের হয়েছে যে, নারীদেহে ফিশ অয়েলের উপকারিতা অনেক বেশি। ২০-৩০ বছর অথবা মধ্যবয়সী সব নারীই ফিশ অয়েল ক্যাপসুল খেতে পারেন এবং প্রতিদিন ব্যবহারে শারীরিকভাবে অনেক উপকারিতা লাভ করতে পারেন। চলুন তাহলে জেনে নিই ফিশ অয়েলের উপকারিতা সম্পর্কে।
স্তন ক্যান্সার রোধ করে : দৈনিক ওমেগা-৩ ফিশ অয়েল সেবন করলে স্তন ক্যান্সার হওয়ার ৫০% ঝুঁকি কমে যায়। ওমেগা-৩ ও ডিএইচএ-৩-তে প্রাকৃতিকভাবেই অ্যান্টি প্রদাহজনক পদার্থ আছে, যা ক্যান্সারের কোষ তৈরিতে বাধা প্রদান করে এবং তা শরীর থেকে প্রতিরোধ করতে সহায়তা করে।
ব্যথা কমাতে : অনেক নারীর সবহংঃৎঁধঃরড়হ-এর সময় শরীরে যে ব্যথা হয়, ওমেগা-৩-এর ফ্যাটি এসিড সে ব্যথা কমাতে সহায়তা করে।
সুস্থ ভ্রূণ উৎপাদনে সহায়তা করে : নারীর গর্ভধারণের সময় ওমেগা-৩ ফ্যাটি এসিড একটি স্বাস্থ্যকর খাদ্য এবং এটি সন্তান ও মায়ের মধ্যে অক্সিজেন ও পুষ্টি বিনিময় করতে সহায়তা করে।
শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে : একটি শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য প্রচুর পরিমাণে ডিএইচএ ওমেগা-৩-এর প্রয়োজন হয়। যদি কোনো গর্ভবতী নারী যথেষ্ট পরিমাণে ডিএইচএ সেবন না করেন তখন মায়ের মস্তিষ্ক থেকে শিশুরা ডিএইচএ পেয়ে থাকে। গবেষণায় বলা হয়েছে, একজন নারী সন্তান জন্মদানের পর তিনি তার মস্তিষ্কের ৩% কোষ হারাতে পারেন।
হাই বস্নাডপ্রেসার নিয়ন্ত্রণে রাখে : গর্ভকালে অনেক নারীরই হাই বস্নাডপ্রেসার থাকে, যা ক্ষতিকর। তাই এ সময় বস্নাডপ্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সুস্থ সন্তান জন্মদানে ওমেগা-৩-এর উপকারিতা অনেক।
সঠিক তারিখে সন্তান প্রসব : ওমেগা-৩ গর্ভবতী মহিলাদের জন্য নির্ধারিত সময়ের আগে প্রসবের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং সন্তান সুস্থ ও সম্পূর্ণরূপে বিকশিত কি না তা নিশ্চিত করে।
সন্তান প্রসবকালীন বিষণ্নতা প্রতিরোধ করে : ক্লিনিক্যাল গবেষণায় বলা হয়েছে, একজন নারী সন্তান জন্মদানের পর যদি ওমেগা-৩ সেবন করে তাহলে তার প্রসবকালীন বিষণ্নতা কাটিয়ে উঠতে পারবে।
নারীদের সঠিক বয়সে মেনোপজ : ফিশ অয়েল প্রতিদিন নারীর শরীরের হরমোনের ভারসাম্য উন্নত করতে সহায়তা করে এবং মেনোপজ উপসর্গ কমাতে সাহায্য করে। - See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=23-11-2015&feature=yes&type=single&pub_no=1376&cat_id=3&menu_id=66&news_type_id=1&index=5#sthash.mBFjfhC4.dpuf

Navigation

[0] Message Index

Go to full version