পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে ব্যবহার করুন RAM হিসেবে

Author Topic: পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে ব্যবহার করুন RAM হিসেবে  (Read 2860 times)

Offline Md. Mizanur Rahman

  • Newbie
  • *
  • Posts: 43
  • Mizanur Rahman
    • View Profile
RAM তৈরি করার পদ্ধতি
[/b]
কীভাবে পেনড্রাইভকে র্যাম হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ এক্সপি

________________________________________
চলুন এবার শিখে ফেলি কিভাবে একটি পেনড্রাইভকে আপনি র্যাম হিসেবে তৈরি করবেন ও তা ব্যবহার করবেন।
•    প্রথমে আপনার পেনড্রাইভটি পিসি বা ল্যাপটপে প্লাগ করুন (পেনড্রাইভ কমপক্ষে ২ জিবি সর্বোচ্চ ৪ জিবি নিবেন)।
•    এবার My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
•    এবার Advanced Option এ ক্লিক করুন।
•    এবার Settings of Performance এ ক্লিক করুন।
•    আবারও Advanced Button এ ক্লিক করুন।
•    এবার Virtual memory অংশ থেকে Change বাটনে ক্লিক করুন।
•    তাহলে আপনাকে ড্রাইভ লিষ্ট দেখাবে, এখান থেকে পেনড্রাইভের ড্রাইভটি সিলেক্ট করুন।
•    এবার Custom Size এ ক্লিক করুন।
•    এবার Initial Size and Maximum Size সিলেক্ট করুন আপনার পেনড্রাইভের সাইজ অনুসারে।
•    এবার Set ও apply দিয়ে কাজ শেষ করুন।
•   এবার আপনার পিসি বা ল্যাপটপটি রিস্টার্ট করুন। ব্যস কাজ শেষ।
মনে রাখবেনঃ Virtual memory অংশের ভ্যালু ০ (শূণ্য) দিবেন। আর কম্পিউটার বন্ধ করার আগে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি খুলবেন না।
কীভাবে পেনড্রাইভকে র্যাম হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ সেভেন ও ভিস্তা
________________________________________
পেনড্রাইভকে র্যাম হিসেবে ব্যবহার করার জন্য উইন্ডোজ সেভেন ও ভিস্তাতে রাখা হয়েছে ready boost অপশান।
Ready Boost কি?

Ready Boost হল Microsoft Windows এর একটি disk cache component. এটি প্রথমে ২০০৬ সালে উইন্ডোজ ভিস্তাতে এবং পরে ২০০৯ সালে উইন্ডোজ ৭ এ লাগানো হয়। তবে আপনি যতি উচ্চ ক্ষমতা সম্পন্ন পিসি ব্যবহার করেন, তাহলে হয়ত আপনি ঠিক মতো কাজ বুঝতে পারবেন না। যাদের পিসি একটু লো-লেভেল তারা বুঝতে পারবে কাজ। এবার চলুন কাজ করে ফেলি।
•    প্রথমে আপনার পেনড্রাইভটিকে FAT file System এ ফরম্যাট করে ফেলুন।
•    এবার My Computer => Properties => ReadyBoost এ যান।
•    এবার এখান থেকে Choose maximum space to reserve system speed অপশানটি সিলেক্ট করুন।
•    এবার Apply ও OK করুন।
•    এবার আপনার readyboost PenDrive ব্যবহার করার জন্য প্রস্তুত।
 মনে রাখবেনঃ যখন ReadyBoost অপশানটি ব্যবহার করবেন, তখন অবশ্যই পেনড্রাইভটি খুলবেন না। যে পেনড্রাইভটিকে ReadyBoost হিসেবে ব্যবহার করছেন, সেটিতে কখনওই কোন ফাইল সেভ করবেন না।

Source: http://tune26.blogspot.com/2012/06/blog-post_1960.html
Md. Mizanur Rahman
Student Counselor
Tel: +88029138234-5,9136694, 9116774 Ext-124
Cell: 01847140094
mizanur@daffodilvarsity.edu.bd
Daffodil International University

Offline zahid.eng

  • Full Member
  • ***
  • Posts: 128
  • Test
    • View Profile