Faculty of Allied Health Sciences > Public Health

নাকের পলিপাসের চিকিৎসা ও করণীয়

(1/1)

Md. Fouad Hossain Sarker:
লিপাস নাকের ভেতরের এক বা উভয়পাশে হতে পারে। দেখতে প্রথমে মটরশুঁটির মতো হয়। ক্রমেই তা বড় হয়ে যায়। এ কারণে নাসিকার ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। এ রোগ নারী-পুরুষ উভয়ের হতে পারে। তবে নারীর তুলনায় পুরুষের বেশি হয়।  আবহাওয়ার পরিবর্তনের সময় এ সমস্যা বেশি দেখা দেয়। পলিপাসের উল্লেখযোগ্য সমস্যা হলো বারবার হাঁচি, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরে, নাক বন্ধ থাকে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় মাথাব্যথা হয়, নাক চুলকায়, নাকব্যথা, স্মৃতিশক্তি কমে যায়, মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে হয় এবং ঘুমাতে কষ্ট হয়। পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের পর হোমিও চিকিৎসায় এ রোগ নিরাময় করা যায়।

পরামর্শ : যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এ জন্য পলিপাসের রোগীকে যেসব খাবার খেলে অ্যালার্জি হয়, তা এড়িয়ে চলতে হবে। ঠা-া ও ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, সময়মতো এ রোগের চিকিৎসা না নিলে সমস্যা গুরুতর হতে পারে। - See more at: http://www.dainikamadershomoy.com/2015/11/30/60645.php#sthash.zd0J0nx4.dpuf

R B Habib:
Thanks for sharing.

Anuz:
Important issue. Thanks for sharing.........

Navigation

[0] Message Index

Go to full version