১. চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
ক. ১১.৩ সে.খ. ১.১৩ সে.
গ. ১.৩১ সে.ঘ. ৩.১১ সে.
২. একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
ক. দাঁড়ানো খ. বসা
গ. শোয়াঘ. দৌড়ানো
৩. অভিকর্ষজ ত্বরণ g-এর মানের পরিবর্তন ঘটে-
ক. অক্ষাংশ ক্রিয়ায়খ. উচ্চতর ক্রিয়ায়
গ. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া ঘ. সবগুলো
৪. কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ০° সে. তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে?
ক. ৮১৯° সে.খ. ৪১৯°
গ. ৫১৯° সে. ঘ. ১১৯° সে.
৫. বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
ক. কুয়াশাখ. রোদ
গ. শিশিরঘ. ক ও গ
৬. সরল দোলকের দৈর্ঘ্য বাড়ালে, দোলনকাল-
ক. বাড়বেখ. কমবে
গ. কোন পরিবর্তন হবে নাঘ. দোলন স্থির হয়ে যাবে।
৭. দোলক ঘড়ি দ্রুত চলে-
ক. গ্রীষ্মকালেখ. শরৎকালে
গ. হেমন্তকালেঘ. শীতকালে
৮. 30°c-এর মান ফারেনহাইটে হবে-
K. 84°FL. 86°F
M. 88°FN. 90°F
৯. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়-
ক. ১৩ পাউন্ডখ. ১০ পাউন্ড
গ. ১৫ পাউন্ডঘ. ২৮ পাউন্ড
১০. এভারেস্ট পর্বতের ওপর পানি ফুটতে শুরু করে-
ক. ৭০° ফারেনহাইট উষ্ণতায়খ. ১০০° সেন্টিগ্রেড উষ্ণতায়
গ. ৭০° সেন্টিগ্রেট উষ্ণতায়ঘ. ৭০° রোমার উষ্ণতায়
১১. বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন?
ক. গরম ও আর্দ্র থাকলে
খ. ঠাণ্ডা ও শুষ্ক থাকলে
গ. গরম ও শুষ্ণ থাকলে
ঘ. ঠাণ্ডা ও আর্দ্র থাকলে
১২. তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টিঘ. ৫টি
১৩. থার্মোফ্লাক্স কয় স্তর বিশিষ্ট?
ক. ২ খ. ৩ গ. ৪ঘ. ৫
১৪. পারদ তাপ-
ক. সুপরিবাহীখ. কুপরিবাহী
গ. পরিবাহীঘ. অপরিবাহী
১৫. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাচ তাপ-
ক. অন্তরক খ. সুপরিবাহী
গ. কুপরিবাহীঘ. অর্ধ-পরিবাহী
১৬. রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কী জন্য?
ক. প্রতিফলনখ. পরিবহন
গ. পরিচলনঘ. বিকিরণ
১৭. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
ক. পরিবহনখ. পরিচলন
গ. বিকিরণঘ. কোনটি নয়
১৮. কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
ক. কালোখ. সাদা
গ. সবুজঘ. হলুদ
১৯. মেঘলা রাতে-
ক. শিশির উৎপন্ন হয় না
খ. শিশির উৎপন্ন হয়
গ. উভয়টি ঠিকঘ. কোনটি নয়
২০. জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
ক. টারবাহনখ. রোটারী
গ. মোটরঘ. রি-অ্যাকশন
উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. ঘ
গ্রন্থনা : সাদিকুল নিয়োগী পন্নী - See more at:
http://www.jugantor.com/tutorial/2015/11/30/15772#sthash.lbq71rt7.dpuf