Educational > You need to know
DNA will find out the life partner
(1/1)
rumman:
জীবনসঙ্গী হিসেবে কাক্সিক্ষত মানুষটিকে খুঁজে পেতে কত কাঠখড়ই না পোড়াই আমরা। তাও শেষমেশ মনের মতো মানুষের দেখা মেলে না। কিন্তু এমন দিন আর দূরে নয়, যখন রীতিমতো ডিএনএ মিলিয়ে সঙ্গী খুঁজে বের করতে পারবে মানুষ। আর তাকে বোঝার জন্য সরাসরি তার সঙ্গে দেখা করারও বাধ্যবাধকতা থাকবে না। সেই কাজটি হাসিল করবে অনলাইন।
যুক্তরাজ্যের সম্পর্ক নির্মাণবিষয়ক ওয়েবসাইট (রিলেশনশিপ ওয়েবসাইট) ইহারমনি সেখানকার ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের শিক্ষার্থীদের একটি প্রতিবেদন তৈরি করতে বলে। ২০৪০ সাল নাগাদ অনলাইন ডেটিং ও সম্পর্কের হালহকিকত কেমন দাঁড়াবে, সেটাই হলো প্রতিবেদনের বিষয়।
প্রতিবেদন তৈরি করতে গিয়ে শিক্ষার্থীরা গত ১০০ বছরের জীবনযাপনের ধরন বিশ্লেষণ করে আগামী ২৫ বছর সম্পর্কে ধারণা দেন। তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, ডিএনএর তথ্য কাজে লাগিয়ে কী করে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায়, তা খুব দ্রুত আয়ত্ত করে নেবে মানুষ। সেই সঙ্গে প্রযুক্তির অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছবে, যার ফলে মানুষ ভারচুয়াল জগতে পরস্পরকে ছোঁয়া এমনকি একে অন্যের গায়ের গন্ধ অনুভবের সুযোগ পাবে। সব মিলিয়ে নিজের ঘরের আরামদায়ক পরিবেশে বসেই অন্য প্রান্তের থাকা ব্যক্তির আচার-আচরণ, পছন্দ-অপছন্দ, নিজের সঙ্গে তার মিল-অমিল বুঝে নিয়ে কাক্সিক্ষত সঙ্গী খুঁজে নিতে পারবে মানুষ। সূত্র : ডেইলি মেইল।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/12/01/296809#sthash.wawRRUjt.dpuf
Navigation
[0] Message Index
Go to full version