Faculties and Departments > Life Science

Little animal lives long

(1/1)

rumman:
দেহের আকার বড় হলে সুবিধাটাই দৃশ্যত বেশি বলে মনে হয়। কিন্তু অদৃশ্যপটে তার জন্য চড়া মূল্য দিতে হয় বইকি।

বিজ্ঞানীরা দেখেছেন, একই প্রজাতির প্রাণীদের মধ্যে অপেক্ষাকৃত লম্বা-চওড়া দেহধারীর আয়ু তুলনামূলক কম হয়। এই যেমন তুলনামূলক ছোট আকারের জ্যাক রাসেল জাতের কুকুরগুলো বড়সড় সেন্ট বার্নার্ডস কুকুরের চেয়ে বেশি দিন বাঁচে। এর ব্যাখ্যা বিজ্ঞানীদের অজানাই ছিল।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগো এবং নরওয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা চড়–ই পাখির ওপর গবেষণায় দেখেছেন, বেশি আয়ুর অধিকারী ছোট আকারের চড়–ইদের টেলোমিয়ার (ডিএনএর একটি অংশ) বড় চড়–ইদের টেলোমিয়ারের চেয়ে বড়। বলা দরকার, বড় টেলোমিয়ারের সঙ্গে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের সম্পর্ক আরো আগেই আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিপরীতে ছোট টেলোমিয়ারের অধিকারী লম্বা প্রাণীরা তাড়াতাড়ি বুড়িয়ে যায় এবং খানিকটা তাড়াতাড়ি তাদের মৃত্যু হয়।

বিষয়টি ব্যাখ্যায় ইউনিভার্সিটি অব গ্লাসগোর প্রাণিবিদ্যার অধ্যাপক প্যাট মোনাগ্যান জানান, শরীর বড় হওয়ার মানে হলো কোষগুলো আরো বেশি বিভক্ত হয়ে পড়া। ফলে টেলোমিয়ারগুলো ছোট হয়। সেগুলো দ্রুত ক্ষয়ে যায়। একই ধারায় ক্ষতিগ্রস্ত হয় কোষগুলো, যার শেষ পরিণতি দেহের মৃত্যু। সূত্র : ডেইলি মেইল।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/12/03/297451#sthash.9GaozRlq.dpuf

R B Habib:
Interesting Observation!

naser.te:
Really interesting.

Navigation

[0] Message Index

Go to full version