IT Help Desk > IT Forum

ইউটিউব থেকে যেভাবে নামাবেন ভিডিও

(1/1)

Anuz:
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ভিডিও নামানোর (ডাউনলোড) সরাসরি কোনো উপায় না থাকায় ভিডিও নামাতে অনেক সমস্যা হয়। ক্লিপ গ্র্যাব নামের ছোট একটি সফটওয়্যারের সাহায্যে সহজেই ইউটিউবের ভিডিও নামানো যায়। এর জন্য প্রথমে http://goo.gl/YjWPjv ঠিকানা থেকে সফটওয়্যারটি নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করুন। সফটওয়্যারটি খুলে Download-এ ক্লিক করুন। এখন ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির লিংক নিচের বক্সে পেস্ট করে Grab this Clip বাটনে ক্লিক করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে ফাইলটি কোথায় সেভ হবে সেটি দেখতে চাইলে Settings-এ ক্লিক করুন।

R B Habib:
Thanks. There is another named 'youtube downloader'. It is pretty good and serves the same.

monirulenam:
Thanks

Navigation

[0] Message Index

Go to full version