Religion & Belief (Alor Pothay) > Hadith
HADITH of the Day
arefin:
হযরত আবু যর রাঃ বলেন-নবী কারীম সাঃ ইরশাদ করেছেন-বান্দা যতক্ষণ এদিক সেদিক দেখা ছাড়া নামাযে রত থাকে ততক্ষণ আল্লাহ পাক তার দিকে [রহমতের সাথে] লক্ষ্য রাখেন। যখন সে এদিক সেদিক দেখে তখনই আল্লাহ পাক [তাঁর রহমত থেকে] ফিরে যান।
সুনানে আবু দাউদ, হাদিস নং-৯১০
কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদিস নং-১৯৯৭৫
সুনানুল বায়হাকী, হাদিস নং-৩৩৪৬
মুয়াত্তা মালিক, হাদিস নং-১৪৪
~~আসুন নামাযে মনযোগি হয়ে আল্লাহর রহমত পেতে সচেষ্ট হই।~~
arefin:
আবু হুরায়রা [রাযি] থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ট দিন হল জুমুআর দিন। {তিরমিযী-৪৮৮}
arefin:
আবু হুরায়রা [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ...ফরযের পর [নফলের মাঝে] সবচেয়ে ফযীলতপূর্ণ নামায হল রাতের নামায। {তিরমিযী-৪৩৮}
~~~আমরা যারা জাগ্রত আছি ঘুমানোর আগে দু'রাকাত নামাজ পড়ে নিতে চেষ্টা করি।
najim:
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “সাত ব্যক্তিকে আল্লাহ্ তাঁর ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়াই অবশিষ্ট থাকবে না।
তারা হলো:
১) ন্যায়পরায়ন শাসক,
(২) যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে,
(৩) যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে,
(৪) এমন দু’জন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালবাসা স্থাপন করেছে; এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়,
(৫) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে; আমি আল্লাহকে ভয় করি,
(৬) এমন ব্যক্তি যে এত গোপনের দান-সদকা করেছে যে, তার ডান হাত যা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি যে, ডান হাত কি দান করেছে,
(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার দু’চোখ বয়ে পানি পড়েছে।â€
[বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১]
shibli:
The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “On Friday there is an hour when, if a Muslims happens to pray at that time and ask Allaah for something good, He will give it to him."
[al-Bukhaari (5295) and Muslim (852)]
Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Friday is twelve hours in which there is no Muslim who asks Allaah for something but He will give it to him, so seek the last hour after ‘Asr.â€
[ Abu Dawood (1048) and al-Nasaa’i (1389) ; Classed as saheeh by al-Albaani ]
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version