Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(1/1)
Tofazzal.ns:
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উঃ ১৯৯৩ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে? উঃ ১৯৯৬ সালে।
বাংলাদেশে কবে, কোথায় সাইবার ক্যাফে চালু হয়? উঃ ১৯৯৯ সালে, বনানী।
বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে? উঃ গাজিপুরের কালিয়াকৈর।
ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি? উঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়? উঃ ব্রিটেনে।
ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়? উঃ ১৮৭৫ সাল।
বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়? উঃ ২০ জুলাই, ১৯৭১ সাল।
বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি? উঃ ৯৮৬০ টি।
বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়? উঃ ১৬ আগষ্ট, ২০০০।
বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি? উঃ ইজি-পোস্ট।
বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়? উঃ ০৪ জানুয়ারী, ১৯৯০।
বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়? উঃ ১৯৯২ সালে।
দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে? উঃ ৬ টি।
বিটিআরসি কি? উঃ বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন।
Shahrear.ns:
গুরুত্ববহ তথ্য।
Navigation
[0] Message Index
Go to full version