প্রতীক, পতাকা ও সংগীত

Author Topic: প্রতীক, পতাকা ও সংগীত  (Read 1125 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
প্রতীক, পতাকা ও সংগীত
« on: December 27, 2015, 05:14:36 PM »
National Symbol, Flag & Anthems
বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?    উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা।
     তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা
     এবং উভয পাশে দুটি করে তারকা।
   
   
   
জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?    উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।          
জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?    উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫:৩          
বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?    উঃ আমার সোনার বাংলা প্রথম ১০ চরন।          
আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?    উঃ ২৫টি।          
আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?    উঃ গীতবিতান এর অর্ন্তগত।          
আমার সোনার বাংলা-র সুরকার কে?    উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।          
আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?    উঃ বঙ্গদর্শন।          
আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে?    উঃ ১৯০৫ সালে।          
বাংলাদেশের রণ সংগীত কোনটি?    উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।          
বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?    উঃ কাজী নজরুল ইসলাম।          
উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?    উঃ প্রথম ২১ চরন।          
বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?    উঃ কাজী নজরুল ইসলাম।          
বাংলাদেশের রণ সংগীত চল্‌ চল্‌ চল্‌ কোন কাব্যর অর্ন্তগত?    উঃ সন্ধ্যা কাব্য।          
রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?    উঃ ১৩৩৫ সালে।          
রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?    উঃ শিখায় ।          
বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?    উঃ সেলিমা রহমান রচিত
     বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University