মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?    উঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।          
বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ?    উঃ নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।          
কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয়?    উঃ রাজমহলের যুদ্ধে।          
লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি?    উঃ পরিবিবির মাজার।          
লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরী করেন ?    উঃ শায়েস্তা খান।          
পরিবিবি কে ছিলেন ?    উঃ নবাব শায়েস্তার খানের কন্যা।          
পরিবিবির আমল নাম কি?    উঃ ইরান দুখত।          
পরিবিবির মৃত্যু হয় কোন সালে?    উঃ ১৬৮৪ সালে।          
শায়েস্তা খান কে ছিলেন?    উঃ শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।          
শায়েস্তা খানের পূর্ন নাম কি?    উঃ মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।          
শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?    উঃ ১৬৬৪ সালে।          
শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন?    উঃ ১৬৮০ সালে।          
শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন?    উঃ মোট ২৪ বছর।          
শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন?    উঃ মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।          
কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন ?    উঃ ১৬১০ সালে।          
কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় ?    উঃ যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।          
শাহ মোহম্মদ আজম কে ছিলেন?    উঃ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।          
শাহ মোহম্মদ আজম কোন সালে লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন?    উঃ ১৬৭৮ সালে।          
শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন?    উঃ কিল্লা আওরঙ্গবাদ।          
লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য কত?    উঃ পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।          
কাদের রাজত্বকালে বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত?    উঃ মুঘল আমলে।          
ঈসা খানের রাজধানী কোথায় ছিল ?    উঃ সোনারগাঁয়ে।          
রাজস্ব আদায়ের জন্য কে ইজারাদারী প্রথা প্রবর্তন করেন ?    উঃ মুর্শিদকুলি খান।          
সম্রাট আকবর বাংলা জয় করেন কবে ?    উঃ ১৫৭৬ সালে।          
কত সালে শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্ক্ত হন ?    উঃ ১৮৫৩ সালে।          
চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে?    উঃ শায়েস্তা খান।          
মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় কোন সালে?    উঃ ১৬০৫ সালে।          
ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন?    উঃ রাজমহল থেকে।          
ঢাকার দোলাই খাল কে খনন করেন?    উঃ সুবেদর ইসলাম খান।