Educational > You need to know
জেনে নিন ভেসলিনের বিচিত্র কিছু ব্যবহার
(1/1)
Faruq Hushain:
১। নেইলপলিশ এর মুখ অনেক সময় আটকে যায়। নেইলপলিশ এর মুখে ভেসলিন লাগিয়ে নিলে মুখ আর আটকে যাবেনা।
২।সামান্য ভেসলিন আপনার হাতের কব্জিতে,পালস পয়েন্টে,কানের পেছনে লাগিয়ে তারপর আপনার প্রিয় স্প্রে ব্যবহার করুন। ভেসলিন স্প্রে এর গন্ধকে শোষণ করে রাখে যা অনেকক্ষণ স্থায়ী হয়।
৩।আঙ্গুলে আংটি আটকে গেলে পেট্রোলিয়াম জেলি লাগান, আংটি বের করা সহজ হবে।
৪।আপনার চামড়ার জুতা পরিষ্কার করে ভেসলিন লাগালে জুতাটি নতুনের মত চকচক করবে।
৫।ঘরের অথবা আলমারির দরজার চিঁ চিঁ শব্দ বন্ধ করার জন্য ভেসলিন লাগান,দেখবেন শব্দ বন্ধ হয়ে যাবে।
৬।চুলে রঙ করার সময় যাতে ত্বকে রঙ না লাগে সেজন্য চুলের নিচে ত্বকের খোলা অংশে ভেসলিন লাগান।
৭।নখে নেইলপলিশ দেবার সময় নখের চারপাশে ভেসলিন লাগিয়ে নিন,রঙ ছরাবেনা।
৮।চোখের আলগা পাপড়ি খোলার জন্য কটন বাডে ভেসেলিন লাগিয়ে আইল্যাশের উপরে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। সহজেই আলগা পাপড়ি খুলে আসবে।
৯।মাশকারা ছাড়া চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে পারে ভেসেলিন।
১০।ঠোট, হাত ও পায়ের ফাটা রোধ করার জন্য নিয়মিত ভেসেলিন লাগান।
১১।কানের দুল পরতে সমস্যা হলে কানের লতিতে কিছুক্ষণ ভেসেলিন লাগিয়ে রাখুন। তারপর দুল পরুন, ব্যাথা পাবেন না।
nadimhaider:
thanks
Anuz:
Wow..........great
Navigation
[0] Message Index
Go to full version