Entertainment & Discussions > Jokes

একটু বইসা দেখেন

(1/1)

myforum2015:
বাজারে ডিম কিনতে গেলে আমার এই কৌতুক মনে পড়ে।
ছয় ফুটের বেশি লম্বা এক ভদ্রলোক বাজারে গেছেন ডিম কিনতে। বাজারের এক কোনায় ঝুড়ি নিয়ে বসেছেন ডিমওয়ালা। ভদ্রলোক ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ‘ডিমের হালি কত টাকা?’
ডিমওয়ালা বললেন, ‘হালি ৩০ টাকা।’
‘বলো কী! এত ছোট ছোট ডিম ৩০ টাকা!’ বললেন ভদ্রলোক।
ভদ্রলোকের আপাদমস্তক দেখে ডিমওয়ালা বললেন, ‘স্যার, অত উঁচু থেকে দেখলে তো ছোটই মনে হইব। একটু বইসা দেখেন।’

Shahrear.ns:
হি হি হি.....  :D  :D

Touseef:
 :) :D

Israk Zahan Papia:
 ;D :D

Navigation

[0] Message Index

Go to full version