Entertainment & Discussions > Art
Science Inspired Exhibition
(1/1)
sharifmajumdar:
ফলিত পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী হলেও আরিফ আহমেদের আগ্রহ মহাবিশ্বের নানান খুঁটিনাটি বিষয়াদি নিয়ে।এদেশে থ্রি-ডি অ্যানিমেশন প্রশিক্ষণের অন্যতম পথিকৃৎও বলা হয় তাকে।রাতের আকাশে কতশত ফোঁটা ফোঁটা তারাদের বাস।সূর্যের চাইতেও কয়েক’শ গুণ বড় কোন কোন তারা।উল্কা,ছায়াপথ আর নক্ষত্রপুঞ্জের বসত বাড়ি ঐ মহাকাশ।তাহলে মহাবিশ্বের পরিধি ঠিক শেষ কোথায়?
রাতের পর রাত আকাশের ঐ মিটিমিটি তারার সাথে আমরা কত কথা বলেছি আর ভেবেছি!একদিন আমরা তারাদের কাছে যাব।সীমানা পেড়িয়ে অসীমের পথে। কিন্তু যাওয়া হয় নি আমাদের কারও।
আরিফ আহমেদ সুযোগ করে দিয়েছেন তারাদের কাছাকাছি যাবার।তাই তাঁর আঁকা বৈচিত্রময় মহাজাগতিক বিষয় নিয়েই D'FuGlee GaLaria এর চিত্র প্রদর্শনী।
Navigation
[0] Message Index
Go to full version