Health Tips > Children

শিশুকে কথা বলতে উৎসাহিত করতে প্রয়োজনীয় সাতটি টিপস

(1/1)

taslima:
শিশুর আধো আধো বোলে কথা শোনাটা বাবা-মায়ের সবচেয়ে ভালো অভিজ্ঞতাগুলোর একটি। কিন্তু যখন শিশুরা কথা বলতে দেরী করে তখন অনেক মা-বাবা চিন্তায় পরে যান। কি করতে হবে, কিভাবে করতে হবে বুঝে উঠতে পারেন না অনেকেই। শিশুরা বিভিন্ন সমস্যা ছাড়াও অনেক সময় নিজের অনীহাতেই কথা বলতে আগ্রহী হয়না। অন্য কোন সমস্যা না হলে শিশুকে কথা বলতে আগ্রহী করে তোলার জন্য সাতটি টিপস জানিয়ে দিচ্ছি আজঃ
১। শিশুর সাথে ছোটবেলা থেকেই বাবা-মায়ের নিবিড় যোগাযোগ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ন। শিশুর সাথে অনেক বেশি কথা বলুন, তারা হয়তো আপনারকথা বুজতে পারবেন কিন্তু এটি ছোটবেলা থেকেই শিশুদের কথা বলার জন্য আগ্রহী করে তুলতে পারে।
২। শিশু না চাইলেও তারসাথে বেশি বেশি করে কথা বলুন। বিভিন্ন বিষয়ে সে যাতে আগ্রহী হয়ে উঠে এইজন্য এটি খুব দরকারী।
৩। শিশুকে অনেক ছোটবেলা থেকেই বই পড়িয়ে শোনানোর অভ্যাস করুন।
৪। গান শোনানো শিশুকে কথা বলতে আগ্রহী করে তোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পন্থা।
৫। শিশু যদি কোনকিছু বলতে চায় তবে তা মন দিয়ে শুনতে ও বুঝতে চেষ্টা করুন। তাকে কোনভাবেই কথার মাঝপথে থামিয়ে দেবেন না। সে যাই বলতে চেষ্টা করুক না কেনো তাকে পুরো কথা শেষ করতে দিন। নাহলে সে যোগাযোগের আগ্রহ হারিয়ে ফেলে।
৬। শিশুর সাথে কথা বলার সময় অন্যান্য শব শব্দগুলো থেকে তাকে দূরে রেখে শিশুকে মনোযোগী করতে চেষ্টা করুন। টিভি বা অনান্য শব্দ তাকে প্রধান কথাগুলো শোনা থেকে মনোযোগ কেড়ে নিতে পারে।
৭। টিভি দেখার সময়টি কমিয়ে দিয়ে সেই সময়টি শিশুর সাথে কথা বলা, বই পড়া, গান গাওয়াতে ব্যয় করুন।

http://www.hatihatipa.com/2015/12/09/2302/

Navigation

[0] Message Index

Go to full version