Career Development Centre (CDC) > Parents Guidance
স্কুল থেকে ফেরার পর শিশুর জন্য মায়ের করনীয়
(1/1)
taslima:
শিশুর প্রথম স্কুলে যাবার পর বেশ কিছু দিন অতিরিক্ত যত্ন, অতিরিক্ত খেয়াল রাখতে হয় শিশুর উপর। যেহেতু বেশিরভাগ শিশুরা এই প্রথমই বাড়ির বাইরে বাবা-মা ছাড়া এতোক্ষন থাকার অভিজ্ঞতা অর্জন করে তাই শিশুর মানসিক দিকের ব্যাপারে এই সময় বেশি যত্নবান হতে হবে। আপনার ছোট্ট সোনামণিকে স্কুল থেকে ফিরিয়ে আনার পর কি করবেন আর কি করবেন না এ বিষয়ে কিছু টিপস রয়েছে আজঃ
১। শিশু ঘরে ফেরার সাথে সাথে তাকে হোমওয়ার্ক,খাওয়া-দাওয়া বা কথা বলে বিরক্ত করবেন না। তাকে বিশ্রাম করার জন্য যথেষ্ঠ সময় দিন। এমনিতেই শিশুরা এই সময় অনেক বিরক্তবোধ করতে পারে, এসব বলে তাঁদের মানসিক অবস্থা আরো খারাপ করে তুলবেন না।
২। শিশু’র খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক হোন। হঠাত স্কুল থেকে এসে গুরুপাক কিছু খেলে সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যকর এবং হালকা খাবারের দিকেই মনোযোগ দেওয়া উচিৎ।
৩। শিশুকে প্রথম থেকেই নিজের স্কুল ইউনিফর্ম, স্কুলের ব্যাগ সহ সব সরঞ্জাম একসাথে সঠিক জায়গায় গুছিয়ে রাখতে উপদেশ দিন। এই ব্যাপারটি শিশুর পরবর্তী জীবনের শৃঙ্খলা রক্ষার্থেও ভালোভাবে কাজে লাগবে।
৪। শিশুকে প্রথম প্রথম পড়াশুনার দিকে বেশি চাপ না দিয়ে কি করে তাকে স্কুলের প্রতি বেশি করে মনোযোগী করে তোলা যায় এবং কি ধরনের মজার গল্প স্কুলশেষে শিশুর সাথে শেয়ার করা যায় সে বিষয়ে মনোযোগ দিন।
৫। শিশু কোন ব্যাপারে মন খারাপ করে থাকে বা স্কুলে কোন সমস্যা হলে শিশুর সাথে খোলাখুলি কথা বলুন। প্রথম প্রথম এইরকম সমস্যা অনেক শিশুরই হতে পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। একটু ভালো সময় আর বন্ধুত্বপূর্ণ আচরণ ধীরে ধীরে সব ঠিক করে দিতে পারে।
http://www.hatihatipa.com/2016/01/08/1721/
Nurul Mohammad Zayed:
Helpful Tips .......
Navigation
[0] Message Index
Go to full version