খুব সহজ বলেই সবাই ভুল করে!!কখন Good ব্যবহার করবেন আর কখন Well ব্যবহার করবেন !!!

Author Topic: খুব সহজ বলেই সবাই ভুল করে!!কখন Good ব্যবহার করবেন আর কখন Well ব্যবহার করবেন !!!  (Read 1179 times)

Offline sadiur Rahman

  • Full Member
  • ***
  • Posts: 199
  • Test
    • View Profile
আমরা  অনেক সময় good এবং well প্রায় একই অর্থ প্রকাশে  ব্যবহার করি। কিন্তু এই দুই শব্দের মাঝে রয়েছে বেশ কিছু  পার্থক্য। প্রথমেই বলতে হয় Well একটা Adverb আর Good হল Adjective ।

Well মূলত ব্যবহার করা হয় স্বাস্থ্য সম্পর্কে বলতে। যেমন- I am well. You do not look well.
Good ব্যবহার করা হয় আবেগীয় অবস্থা সম্পর্কে বলতে। অর্থাৎ কেমন বোধ হচ্ছে সেটা জানাতে। যেমন- Rupa does not feel good.
 
*** এবার একটা প্রশ্নঃ কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, “How are you?” তখন কি বলবেন?
I am good নাকি I am well?

এখানে বুঝতে হবে প্রশ্নকর্তা কি জানতে চাচ্ছেন আপনার শারীরিক স্বাস্থ্য  সম্পর্কে নাকি মানসিক অবস্থা । যদি শারীরিক স্বাস্থ্য সম্পর্কে হয় তবে বলুন, I feel well কিংবা I do not feel well.
আর কেউ যদি জানতে চায় আপনার মানসিক অবস্থ্য তথা আপনি কেমন বোধ করছেন, তখন বলুন I feel good কিংবা I do not feel good.

Source : http://unityworldbd.com/archives/1027
Shah Muhammad Sadiur Rahman
Coordination Officer
Department of Multimedia & Creative Technology (MCT)
Email:mctoffice@daffodilvarsity.edu.bd
Cell:01847140056(CP),Ext:160