Success Consciousness > Quotations
রেফারিকে লাল কার্ড দেখালেন ফুটবলার
(1/1)
Md. Zakaria Khan:
ফুটবল মাঠে কত রকম কাণ্ডই তো হয়। মারামারি, হাতাহাতি করে লাল কার্ড দেখার ঘটনাও কম নেই। কিন্তু তাই বলে রেফারিকেই লাল কার্ড দেখানো হলো!
রোববার তুরস্কের লিগে ত্রাবজনস্পোর-গ্যালাতাসারাইয়ের ম্যাচে হয়েছে এই ঘটনা।
কয়েকদিন আগে আর্জেন্টিনায় লাল কার্ড দেখানোয় রেফারিকে গুলি করে হত্যা করে এক খেলোয়াড়। কিন্তু এবার গুলি নয়, রেফারিকে লাল কার্ড দেখালেন ফুটবলার।
ধাক্কাধাক্কিতে রেফারির হাত থেকে কার্ডটি পড়ে যায়। সহ-খেলোয়াড়কে কার্ড দেখিয়ে গালাতাসারেকে পেনাল্টি দেওয়ায় রেগে গিয়ে কার্ডটি তুলে নেন সালিহ দারসুন। সবাইকে অবাক করে দিয়ে রেফারিকে সেটি দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন তিনি।
শীর্ষ নিউজ/এন
- See more at: http://www.sheershanewsbd.com/2016/02/22/117629#sthash.wCAkpu4L.dpuf
Navigation
[0] Message Index
Go to full version