IT Help Desk > Telecom Forum
লবণ পানি দিয়ে মোবাইল চার্জ
(1/1)
tasnuva:
বর্তমানে বেশিরভাগ ফোনেই ব্যবহার করা হচ্ছে শক্তিশালী ব্যাটারি। এছাড়া পাওয়ার ব্যাংক তো রয়েছেই। তারপরও চার্জ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন না ব্যবহারকারীরা। এবার হয়তো ব্যবহারকারীদের সেই দুশ্চিন্তা দূর হবে। উদ্ভাবিত হয়েছে এমন একটি মোবাইল চার্জার যা চলবে লবণ ও পানি দিয়ে। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই প্রযুক্তি পণ্যটি দেখানো হয়েছে।
যাক নামের চার্জারটিতে কখনো বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রয়োজন হবে না। কারণ শক্তি তৈরিতে এটিতে ব্যবহার করা হয়েছে নিষ্পত্তিযোগ্য কার্তুজ।
চার্জারটির নির্মাতা প্রতিষ্ঠান জ্যাক’র প্রধান নির্বাহী জর্ন ওয়েস্টারহোল্ম বলেন, এই চার্জারটি ব্যাটারিভিত্তিক পাওয়ার ব্যাংকের থেকে অনেক ভালো সেবা দিতে সক্ষম।
myforum2015:
??? ::)
Anuz:
:)
Navigation
[0] Message Index
Go to full version