IT Help Desk > Telecom Forum

15 minutes to fully charge the phone!

(1/1)

Mohammed Abu Faysal:
কোয়ালকম ‘কুইক চার্জ ৩.০’ প্রযুক্তির চার্জার দিয়ে ৩৫ মিনিটেই স্মার্টফোনের ব্যাটারি আশি শতাংশ চার্জ করা যায়। এবার দ্রুততম সময়ে মোবাইল ফোন চার্জের নতুন এক প্রযুক্তি এনেছে অপ্পো, যা মাত্র মাত্র ১৫ মিনিটে স্মার্টফোনের ব্যাটারি শূন্য থেকে সম্পূর্ণ চার্জ করবে।
বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ‘সুপারভোক’ প্রযুক্তির এই চার্জার উন্মোচন করেছে চীনা এই মোবাইল কোম্পানি। তাদের দাবি, স্মার্টফোন ফুলচার্জ করার জন্য এই মুহূর্তে এটিই বিশ্বের সব থেকে দ্রুততম প্রযুক্তি।
অপ্পোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুপারভোক’ প্রযুক্তিতে মাত্র ১৫ মিনিটে ২৫০০ এমএএইচ’র একটি মোবাইল ব্যাটারি শূন্য থেকে সম্পূর্ণ চার্জ করা যাবে। শুধু তাই নয়, মাত্র পাঁচ মিনিট চার্জ করলেই দশ ঘণ্টার বেশি টক টাইম পাওয়া যাবে।
অপ্পো ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের মোবাইলেও এই ‘সুপারভোক’ চার্জার কাজ করবে।

ref: http://www.ittefaq.com.bd/science-&-tech/2016/02/24/56819.html

Navigation

[0] Message Index

Go to full version