IT Help Desk > IT Forum

How to make strong Password.

(1/1)

Mohammed Abu Faysal:
মোবাইল বা এটিএম। কিংবা কম্পিউটার। পাসওয়ার্ড দিয়েছেন? কিন্তু আপনার তথ্য নিরাপদে থাকছে তো? হ্যাক হয়ে যাবে না তো পাসওয়ার্ড? জেনে নিন পাসওয়ার্ড শক্ত করার চাবিকাঠি। হ্যাকাররা তৈরি। সমস্ত উপায়ে আপনার পাসওয়ার্ড চুরি করতে সত্যিই তৈরি তারা।  কিন্তু পাসওয়ার্ড নিয়ে তাঁদের কী লাভ? আসলে হ্যাকারদের মূল লক্ষ্য আপনার তথ্য হাতিয়ে নেওয়া। হাতাতে পারলে তাঁদের অনেক লাভ।
আপনারই পাসওয়ার্ড জেনে ই-মেল বা কম্পিউটার-মোবাইলে রাখা গুরুত্বপূর্ণ তথ্য, নথি বা ছবি হাতিয়ে নিতে পারে হ্যাকাররা  এমনও তো হতে পারে, আপনার পাসওয়ার্ড জেনে আপনারই ই-মেল থেকে সংগঠিত হল কোনও অপরাধ আপনার মেইলে ঢুকে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য জেনে নিতে পারে হ্যাকাররা ডেবিট বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড জেনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিল হ্যাকাররা  কিন্তু কীভাবে পাসওয়ার্ড জেনে ফেলে হ্যাকাররা?
উঁকি ঝুঁকি মারা (Shoulder Surfing) : কম্পিউটার, মোবাইল বা এটিএমে আপনি যখন পাসওয়ার্ড দিচ্ছেন, তখন কেউ উঁকি ঝুঁকি মেরে দেখে নিতেই পারে। একে বলা হয় সোল্ডার সার্ফিং।
পাসওয়ার্ড চুরি করতে হ্যাকারদের কাছে এটা সবচেয়ে সহজ উপায়।
গা-জোয়ারি আক্রমণ (Bruteforce Attacks) : আপনার নাম, ডাকনাম, জন্ম তারিখ, স্কুলের নাম ইত্যাদি জেনে নিয়ে আপনার পাসওয়ার্ড চুরি করতে পারে হ্যাকাররা। একে বলা হয় ব্রুটফোর্স অ্যাটাক।
অভিধান আক্রমণ (Dictionary Attack) : বিশেষ সফটওয়্যারের সাহায্যে অভিধানের সম্ভাব্য সব শব্দ ব্যবহার করে আপনার পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারেন হ্যাকাররা। একে বলা বয় ডিকশনারি অ্যাটাক। 
তাই কম্পিউটার বা মোবাইল ব্যবহারের আগে পাসওয়ার্ডকে জোরদার করতে কী করবেন? বেশি অক্ষরের পাসওয়ার্ড মানেই বেশি সুরক্ষা। তাই ৮ বা তার বেশি অক্ষরের পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডে অক্ষরের সঙ্গে সংখ্যা বা বিশেষ চিহ্ন ব্যবহার করুন ।এমন পাসওয়ার্ড ব্যবহার করুন যা লিখে রাখতে হবে না, সহজেই মনে রাখা যায়। ১৫ দিন অন্তর পাসওয়ার্ড বদল করুন। কেউ জেনে ফেলেছে সন্দেহ হলে পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে বদলে দিন ।আপনার নাম, ডাকনাম, জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না ।প্রকাশ্য স্থানে পাসওয়ার্ড ব্যবহারের সময় সতর্ক থাকুন এখনও আপনার স্ট্রং পাসওয়ার্ড নয়? তাহলে আর দেরি করবেন না। এখুনি শক্ত করে ফেলুন আপনার পাসওয়ার্ড।

myforum2015:
কিন্তু এটিএম কার্ডে তো মাত্র চার ডিজিট!!!

monirulenam:
Thanks

Navigation

[0] Message Index

Go to full version