IT Help Desk > Use of PC

কিভাবে ব্রাউজার থেকে বিরক্তিকর অ্যাডঅন্স এবং Adware রিমুভ করবেন

(1/1)

mubassir:

লক্ষণ:
১. ব্রাউজারে ঢুকলেই অপরিচিত একটি সার্চ ইঞ্জিন চালু হয় ।
২. কোনো লিংকে ক্লিক করলেই পর পর কয়েকটি উইন্ডো ওপেন হয় ।
৩. ব্রাউজারের চারপাশে অনেক গুলো বিজ্ঞপ্তির উইন্ডো ওপেন হয় ।

সমাধানঃ
১. প্রথমেই আপনার কন্ট্রোল প্যানেল থেকে সবধরনের অপরিচিত সফটওয়ার রিমোভ করে দিন ।
২. আপনার ব্রাউজার থেকে সব অপরিচিত add ons রিমোভ করে দিন ।
৩. ব্রাউজার গুলো রিসেট করুন ।
৪. Adware Removal Tool ব্যাবহার করুন ।  ডাউনলোড করুন এখান থেকে
http://www.adwareremovaltool.org/

Navigation

[0] Message Index

Go to full version