Faculties and Departments > Tourism & Hospitality Management (THM)
সুন্দরবন ভ্রমণে নিয়ন্ত্রণ প্রয়োজন
(1/1)
Jahid.thm:
সুন্দরবন ভ্রমণে নিয়ন্ত্রণ প্রয়োজন
বাঘ রক্ষায় সেমিনারে বক্তরা
সুন্দরবনের বিশ্ব বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সুন্দরবনে ভ্রমণ নীতিমালা চূড়ান্ত করা প্রয়োজন। গতকাল রাজধানীর এক হোটেলে বাঘ রক্ষায় জাতীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। বক্তরা বলেন, সুন্দরবনের ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য দরকার সরকারি উদ্যোগ। নইলে বাঘ রক্ষা করা যাবে না। এসবের জন্য প্রয়োজন সুন্দরবন ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ। প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, বন সংরক্ষক ড. তপন কুমার দে ও বাঘ বিশেষজ্ঞ ড. হার্ডসন পিকে। বন ও পরিবেশ সচিব ড. কামাল উদ্দিন বলেন, সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে পর্যটক, গাইড ট্যুর অপারেটর ও বন বিভাগের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হবে। ভ্রমণের কমপক্ষে তিন দিন আগে বন বিভাগ থেকে পর্যটকদের অনুমতি নিতে হবে। সর্বোচ্চ ৫০ মিটার দৈর্ঘ্যের দোতলা লঞ্চ বা জলযান পর্যটকসহ সুন্দরবন ভ্রমণ করতে পারবে। দিনে একটি লঞ্চে সর্বোচ্চ ১৫০ ও রাতে ৭৫ জনের বেশি ভ্রমণ করতে পারবে না। পর্যটকবাহী লঞ্চে সৌরশক্তি ব্যবহারে সচেষ্ট থাকতে হবে। বনের অভ্যন্তরে শব্দ সৃষ্টিকারী জেনারেটর বহন থেকে বিরত ও রাত ১০টার পর জলযানে ব্যবহৃত জেনারেটর বন্ধ রাখতে হবে। অনুমতি ছাড়া পর্যটকবাহী জলযানে জীবিত গরু, ছাগল, মহিষ, ভেড়া জাতীয় প্রাণী বা এসব প্রাণী মাংস বা রেড-মিট বহন করা যাবে না।
- See more at: http://www.bd-pratidin.com/city/2016/03/02/130343#sthash.W4n2evFc.dpuf
Shakil Ahmad:
Good thinking
Showrav.Yazdani:
Thanks for Sharing.
Regards,
Dewan G. Y. Showrav
Lecturer
Dept. of Business Administration
Navigation
[0] Message Index
Go to full version