Educational > You need to know

খুব সহজ কাপড় থেকে তুলে ফেলুন ঘামের হলদেটে দাগ

(1/1)

sharifmajumdar:
খুব পছন্দ করে দেখে-শুনে একটা সাদা পোশাক কিনলেন আপনি পরবেন বলে। কিন্তু কিসের কী! গরমকালের প্রচন্ড গরম আর সেই গরম থেকে তৈরি হওয়া আপনার শরীরের অত্যাধিক ঘাম একদিনেই যেন পাল্টে দিল পোশাকের চেহারা। ঘামের হলদেটে ভাব আর সেইসাথে সাদা পোশাক- বিতিকিচ্ছিরি এই অবস্থা থেকে আপনাকে মুক্ত করতেই আজ দেওয়া হল সাদা পোশাক থেকে ঘামের দাগ দূর করার অত্যন্ত কার্যকরী ও সহজ এই উপায়টি।

 যা যা লাগবে
১ কাপ ভিনেগার
আধা কাপ বেকিং সোডা
১ টেবিল চামচ লবন
১ টেবিল চামচ হাইড্রোজেন পারঅক্সাইড ( পপসুগার )

 পদ্ধতি ১. অনেকেই মনে করেন যে আমাদের পোশাকে ঘামের হলদেটে দাগগুলো ঘাম থেকেই সরাসরিভাবে হয়ে থাকে। কিন্তু বাস্তবে এর জন্যে দায়ী আমাদের শরীরের সাথে অ্যালুমিনিয়াম নির্ভর অ্যান্টিপার্সপিরেন্টসের বিক্রিয়া। এদের বিক্রিয়ার দ্বারা সৃষ্ট এই দাগকে দূর করতে প্রথমেই একটি বাটিতে দুই কাপ পানি গরম পানি নিয়ে তাতে ভিনেগার মিশিয়ে নিন আর সেই মিশ্রণে টানা ২০ মিনিট ধরে দাগযুক্ত কাপড়টি ভেজান।

২. বেকিং সোডা, লবন আর হাইড্রোজেন পারঅক্সাইড পরিমাণ অনুসারে একসাথে পেস্ট করুন। এরপর এতক্ষণ ধরে ভিনেগারে ভিজিয়ে রাখা পোশাকটিকে তুলে এনে হালকাভাবে চেপে পানি ঝরিয়ে ফেলুন। এরপর সেটাকে তোয়ালে বিছানো একটি স্থানের ওপরে রাখুন আর দাগযুক্ত স্থানগুলোতে এর আগে তৈরি করে রাখা পেস্টটি লাগিয়ে নিন। হাইড্রোজেইন পারঅক্সাইড প্রাকৃতিকভাবে কাপড়কে সাদা করতে সাহায্য করবে ( হাফিংটনপোস্ট )। আর সেই সাথে লবন আর বেকিং সোডার নিজস্ব গুণাবলী তো রয়েছেই। পরের ২০ মিনিট এভাবেই কাপড়টিকে পেস্ট লাগানো অবস্থায় রেখে দিন।

৩. এরপর আপনার প্রিয় সাদা রংএর পোশাকটিকে ভালো করে স্বাভাবিক নিয়মেই প্রচুর পরিমাণ পরিষ্কারকের সাথে ভালোভাবে ধৌত করুন। আর এরপর? একটু তাকিয়ে দেখুন। আপনার কাপড়ের ওপরে থাকা ঘামের হলদেটে দাগ একেবারেই নেই!

Source: priyo.com

nadimhaider:
thanks

Anuz:
মজার তথ্য।

Navigation

[0] Message Index

Go to full version