IT Help Desk > ICT

স্মার্টফোনে দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়ার রহস্য ফাঁস!

(1/1)

Shahrear.ns:
দৈনন্দিন জীবনে ক্রমশ বাড়ছে ফেসবুকের ব্যবহার। ঘরে-বাইরে ফেসবুক মানেই স্মার্টফোন। বেশির ভাগ মানুষ কম্পিউটারের চেয়ে স্মার্টফোনেই বেশি সময় ফেসবুক ব্রাউজ করে থাকেন। স্মার্টফোনে ফেসবুক ব্যবহারের জন্য আলাদা ফেইসবুক অ্যাপও রয়েছে। আর এই ফেসবুক অ্যাপই স্মার্টফোনের ব্যাটারির শত্রু!

সম্প্রতি দেখা গিয়েছে আইওএসে ফেসবুক অ্যাপ মুছে ফেলে সাফারি ব্রাউজার দিয়ে ফেসবুক ব্রাউজ করে ১৫ শতাংশ ব্যাটারি সাশ্রয় করা সম্ভব। ফেসবুক অ্যাপ ইনস্টল করা থাকলে সেটি যদি ব্যবহার না করা হয় তারপরও সেটি ব্যাটারির চার্জ কমাতে থাকে। আর এই অ্যাপ ছাড়া অন্য ব্রাউজার দিয়ে সমান পরিমাণ ফেসবুক ব্রাউজ করে ১৫ শতাংশ কম ব্যাটারি খরচ হয়। সেক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জার মুছে ফেলার কোনও প্রয়োজন নেই।

এর আগে এই সমস্যা নিয়ে ফেসবুককে জানানো হলে বিষয়টি নিয়ে ভেবে দেখার আশ্বাস দেয় সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যার কোনো সমাধান হয়নি। আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসেও একই সমস্যা রয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপ মুছে ফেলে অন্যান্য ব্রাউজার ব্যবহার করে ফেসবুক ব্যবহারে ২০ শতাংশ ব্যাটারি সাশ্রয় হতে দেখা গিয়েছে। আইফোন থেকে ফেসবুক অ্যাপ মুছে ফেলার মাধ্যমে ব্যাটারির পাশাপাশি ৫০০ মেগাবাইট জায়গাও সাশ্রয় করা সম্ভব।- সংবাদমাধ্যম

Anuz:
Nice Tips.......

Navigation

[0] Message Index

Go to full version