Entertainment & Discussions > Travel / Visit / Tour
হিমালয়
(1/1)
Shakil Ahmad:
হিমালয় হল একটা গোটা পর্বতশ্রেণীর নাম যা পৃথিবীর সর্বোচ্চ ১০ টা পর্বতশৃঙ্গের ৯ টাকেই ধারণ করে রেখেছে। এই হিমালয় পূর্ব-পশ্চিমে প্রায় ২৪০০ কি.মি লম্বা আর প্রস্থে প্রায় ১৫০-৪০০ কি.মি। গোটা পাঁচটা দেশে এই হিমালয় বিস্তৃত; ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন (তিব্বত) ।এর সর্বোচ্চ চূড়া ত সবারই জানা ; মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার বা ২৯০২৮ ফুট)।হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া হল কাঞ্চনজংঘা (৮৫৮৬ মিটার বা ২৮১৬৯ ফুট) যা কিনা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ চূড়া (পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ চূড়া হল কারাকোরাম রেঞ্জের গডউইন অস্টিন বা K2)। হিমালয় উত্তর পশ্চিমে কারাকোরাম আর হিন্দুকুশ রেঞ্জের সাথে মিশেছে এবং পূর্বে তিব্বতিয়ান ঢালে মিশেছে। এর সবচেয়ে পশ্চিমের চূড়া হল নাঙ্গা পর্বত (২৬৬৬০ ফুট, উচ্চতায় নবম) যেটা পাকিস্তান শাসিত কাশ্মীরের অংশে পড়ে, আর সবচেয়ে পূর্বের চূড়া হল 'নামচা বারোয়া'(২৫৫৩১ ফুট) যা তিব্বতে পড়ে। পুরো হিমালয় জুড়ে ২৪০০০ ফুটের বেশী উচ্চতার প্রায় ১১০ টি চূড়া আছে।
পৃথিবীর গুরুত্বপূর্ণ নদীগুলোর তিনটি এই হিমালয় থেকেই উৎপন্ন ; গঙ্গা, ব্রক্ষপুত্র, সিন্ধু।
হিমালয়ের খ্যাতনামা আরও কয়েকটি চূড়া হল অন্নপূর্ণা, মাকালু, লোটসে, ধাওলাগিরি ইত্যাদি ...
Navigation
[0] Message Index
Go to full version