Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS

প্রমথ চৌধুরী: (আগস্ট ৭, ১৮৬৮ যশোর – সেপ্টেম্বর ২, ১৯৪৬ কলকাতা)

(1/1)

Shakil Ahmad:
প্রমথ চৌধুরী: (আগস্ট ৭, ১৮৬৮ যশোর – সেপ্টেম্বর ২, ১৯৪৬ কলকাতা)। তাঁর পৈত্রিক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিহরপুর গ্রামে। তাঁর শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি ১৮৮৯খ্রি বিএ(অনার্স)দর্শন, ১৮৯০সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রী লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তাঁর সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তাঁর প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।

প্রমথ চৌধুরীর রচনাসমগ্রঃ
তেল-নুন-লাকড়ী (১৯০৬)
বীরবলের হালখাতা (১৯১৭)
রায়তের কথা (১৯১৯)
চার-ইয়ারী কথা
আহুতি
প্রবন্ধ সংগ্রহ(১৯৫২)
নীললোহিত
পদচারণ
নানাচর্চা (১৯২৩)
প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু ও মুসলমান (১৯৫৩)

প্রমথ চৌধুরী বিষয়ে যে প্রশ্ন গুলো সব চেয়ে বেশি আসেঃ

প্রশ্নঃ ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না- উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? উত্তরঃবীরবল                                                                                  প্রশ্নঃ প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? উত্তরঃচলিত ভাষার ব্যবহারে
প্রশ্নঃ ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনে রচনা ।উত্তরঃপ্রবন্ধ
প্রশ্নঃ “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন- উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ ‘তেল-নুন-লাকড়ী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ ‘চার ইয়ারী কথা’ গ্রন্থ কে রচনা করেন? উত্তরঃ প্রমথ চৌধুরী                                                                                      প্রশ্নঃ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে?    উত্তরঃ প্রমথ চৌধুরী                                                                                   প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে? উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ প্রমথ চৌধুরী একজন- উত্তরঃপ্রাবন্ধিক
প্রশ্নঃ চলিত ভাষাকে জনপ্রিয় করেন- উত্তরঃপ্রমথ চৌধুরী
প্রশ্নঃ ‘তেল নুন লকরি’ কার রচিত গ্রন্থ? উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ প্রমথ চৌধুরীর প্রবন্ধ কোনটি? উত্তরঃ সবগুলো
প্রশ্নঃ সাহিত্য খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি? উত্তরঃ এক ব্যক্তির নাম

Fahmida Hossain:
informative post

Navigation

[0] Message Index

Go to full version