Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার সর্টটেকনিক:

(1/1)

Shakil Ahmad:
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার সর্টটেকনিক:
উপন্যাস: “গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।”

১.গোরা ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ
৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ ৮.রার্জষি
৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি

অথবা,
“ বৌ রা বালি নৌকাডুবে
পতি গোরা বাইরে ,
রঙ্গ যোগে শেষের বোন
মরল( /মলল) চারঅধ্যায়ে।

Anuz:
 :)

Tofazzal.ns:
Thanks...

Navigation

[0] Message Index

Go to full version