Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS

রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকগুলি মনে রাখার টেকনীক

(1/1)

Shakil Ahmad:
রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকগুলি মনে রাখার টেকনীক নিচের পংতির মধ্যে লুকিয়ে আছে:
“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”

১) রাজা-রাজা ২) অচলায়তন-অচলায়তন ৩) চিরকুমার-চিরকুমার সভা
৪) ডেকে –ডাকঘর ৫) রক্তকরবী-রক্তকরবী ৬) মুক্ত —- মুক্তধারা
৭) মুকুট—- মুকুট ৮) অরুণাচল— অরুণাচল ৯) অরুপরতন— অরুপরতন
১০) কালের যাত্রায়—- কালের যাত্রা ১১) বিসর্জন— বিসর্জন ১২) তাসের দেশে—- তাসের দেশ

নজরুলের নাটকগুলি টেকনীকের মাধ্যমে পড়ার উপায়:
“আলেয়া তাঁর পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে”

১) আলেয়া ২) পুতুলের বিয়ে ৩) ঝিলিমিলি

Fahmida Hossain:
informative post

Anuz:
মজার তথ্য............... :)

Navigation

[0] Message Index

Go to full version