Entertainment & Discussions > Life Style
তানজানিয়ায় কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ’
(1/1)
Md. Alamgir Hossan:
তানজানিয়ার সরকারি চাকরিজীবীদের কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাট অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি বলছে, পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গসিপিং’-এর কারণে চাকরিচ্যুতও করা হতে পারে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বাড়ার এই সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা কীভাবে প্রয়োগ করা হবে তা পরিষ্কার নয়।
ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাকামি এমবারাওয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম তাঞ্জানিয়ার উন্নয়নে হস্তক্ষেপ (বাধাগ্রস্ত) করছে।
নিজের মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী বলেন, এ ধরনের চর্চা দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার মন্ত্রণালয় অন্যান্য সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।
Navigation
[0] Message Index
Go to full version