টি-টোয়েন্টিতে এখন নিজের সহজাত ঘরানার বাইরে এসে ভিন্ন ধরনের ব্যাটিং করছেন তামিম ইকবাল। বিপিএল-পিএসএলের পর এবার জাতীয় দলেও সাফল্য পেলেন এভাবে ব্যাটিং করে। অসাধারণ এক ইনিংসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নাযক তামিমই।
তামিমের ইনিংসটির প্রসঙ্গ উঠতেই পিটার বোরেনের ঠোটের কোণে খেলে গেল এক চিলতে হাসি। যেভাবে তিনি চিনতেন, সেই তামিম এবার নিজেকে মেলে ধরেছেন ভিন্ন চেহারায়! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস অধিনায়ক বললেন, “তামিম ২০ ওভার খেললে তো অন্তত সেঞ্চুরি হওয়ার কথা!”
বোরেনের ধারণায় ভ্রান্তি নেই। ক্রিকেট বিশ্ব তামিমকে যেভাবে চেনে, তাতে ২০ ওভার খেললে বেশিরভাগ দিন সেঞ্চুরি ছাড়িয়ে আরও কিছু দূর যাওয়ার কথা। কিন্তু সেভাবে খেলে সেঞ্চুরি তো বহু দূর, বলার মত রানও করতে পারছিলেন না তামিম।
কোচের পরামর্শে তাই বদলে ফেলেছেন নিজেকে। ধুমধাড়াক্কার টি-টোয়েন্টিতে তামিম আঁকড়ে নিয়েছেন ব্যাটিংয়ের মৌলিকত্বকে - শুরুতে সময় নেওয়া, উইকেট বোঝা, ইনিংসটা গড়ে তোলা, বাজে বলকে প্রাপ্য সাজা দেওয়া আর সময়-সুযোগমত হাত খোলা। গত বিপিএল থেকেই মূলত টি-টোয়েন্টিতে এভাবে ব্যাটিং করছেন তামিম। প্রথম পরীক্ষাতেও সফল হয়েছেন। পরে একইভাবে খেলে মাতিয়ে এসেছেন পাকিস্তান সুপার লিগ। এবার সেই ফর্ম বয়ে আনলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও। যেটা তামিম চাইছিলেন খুব করে!
৫৮ বলে অপরাজিত ৮৩ রান করার পথে শট খেলছেন বাংলাদেশের জয়ের নায়ক তামিম ইকবাল। ছবি: বিসিবি ওয়েবসাইট
৫৮ বলে অপরাজিত ৮৩ রান করার পথে শট খেলছেন বাংলাদেশের জয়ের নায়ক তামিম ইকবাল। ছবি: বিসিবি ওয়েবসাইট
বুধবার পরিস্থিতি-পারিপার্শ্বিকতা ঠিক এরকম একটি ইনিংসই দাবি করছিল তামিমের কাছ থেকে। এই মাঠে ক্যারিয়ারের প্রথম ম্যাচ। দলের ভাবনায় উইকেট ছিল গতিময় আর বাউন্সি, বাস্তবতা উপহার ছিল মন্থরতা। আরেক পাশ থেকে উইকেট পড়ছিল টপাটপ। পরিস্থিতি বলছিল, সময় নিয়ে লম্বা ইনিংস খেলার কথা। তামিমের টি-টোয়েন্টি ব্যাটিং দর্শনও এখন সেটিই। তামিম মেলে ধরলেন শান্ত-সুস্থির, পরিণত ও সুন্দর ব্যাটিংয়ের প্রদর্শনী।
কয়েকটি ভাগে আলাদা করা যায় তামিমের ৮৩ রানের ইনিংসটিকে। ইনিংসের চতুর্থ ওভারে, তিন বল আগেই সৌম্য সরকারকে হারানোর পরও তেড়েফুড়ে একটা শট খেলেছিলেন তামিম। বিপদ হয়নি, তবে নিজের সঙ্গে বোঝাপড়া করে করণীয়টা বুঝে গেছেন। এরপর তামিম খেলেছেন আরও নিয়ন্ত্রিত, আঁটসাঁট ক্রিকেট। প্রথম চার মেরেছেন ৫ ওভার পেরিয়ে যাওয়ার পর! শট খেলেছেন নিশ্চিত হয়ে।