Entertainment & Discussions > Cricket

২৩৩ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান তামিমের

(1/1)

Md. Alamgir Hossan:
দিনে দিনে কী ভয়ঙ্করই না হয়ে উঠছেন তামিম ইকবাল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ধর্মশালার ক্রিকেটপ্রেমীরা গত তিন ম্যাচে তামিমের বিধ্বংসী রুপ দেখেছেন। গত তিনটি ম্যাচের একটিতে মাত্র আউট হয়েছেন বাংলাদেশের ড্যাশিং এই ওপেনার। তাও ২৬ বলে ৪৭ রান করে আউট হয়েছেন। বাকি দুটি ম্যাচের একটিতেও তামিম ইকবালকে সাজঘরের পথ দেখাতে পারেননি প্রতিপক্ষ দলের বোলাররা। বরং প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ছড়ি ঘুড়িয়েছেন তামিমই। অবিশ্বাস্য ভাবে ২৩৩ গড় নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার বাংলাদেশের তামিম ইকবাল।

৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড শেষ হচ্ছে আজ রবিবার। গ্রুপ ‘বি’ থেকে এরই মধ্যে সুপার টেন নিশ্চিত করেছে আফগানিস্তান। রবিবার ওমানকে বিপক্ষে জিতলেই গ্রুপ ‘এ’ থেকে সুপার টেন নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম ইকবাল। ৩ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ২৩৩ রান। তামিম একটি মাত্র ম্যাচে আউট হয়েছেন বলে তার গড়ও ২৩৩! এখন পর্যন্ত তামিমের সর্বোচ্চ সংগ্রহ ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ব্যাটসম্যান আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। তিনি ৩ ম্যাচে এক হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ১৪২ রান। তার সর্বোচ্চ স্কোর ৬১; ব্যাটিং গড় ৪৭.৩৩।

Anuz:
Great job.................. 8)

Navigation

[0] Message Index

Go to full version