Entertainment & Discussions > Cricket

জয় দিয়ে যাত্রা শুরু করতে চায় মাশরাফিরা

(1/1)

Md. Alamgir Hossan:
ধর্মশালায় ওমানকে হারিয়ে রোববার রাতেই সুপার টেনে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল মিশন।

ওমানকে হারানোর পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে সীমিত ওভারের সর্বশেষ যে পাঁচটি ম্যাচ বাংলাদেশ খেলেছে, সবগুলোই জিতেছে টাইগাররা।

এছাড়া, মুস্তাফিজ ক্রমে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি অধিনায়ক।

এর বাইরে আরাফাত সানি চেন্নাইতে বোলিং এ্যকশনের পরীক্ষা দিয়ে ফেরত এসেছেন। আর তাসকিনও যাচ্ছেন বোলিং এ্যকশনের পরীক্ষা দিতে।

তাদের দু'জনকেই খেলানোর ঘোষণা বাংলাদেশ প্রথম থেকেই দিয়ে আসছে।

ফলে ওই ম্যাচটিতে বাংলাদেশের ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন নোমান।

পাকিস্তান ছাড়া সুপার টেনে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড।

Anuz:
Its possible. All the "BEST"

Navigation

[0] Message Index

Go to full version