Faculties and Departments > Departments

বৃষ্টিতে ঝরে পড়ে ১০০০ টন হীরা

(1/3) > >>

Shahrear.ns:
সৌরজগতের দুই গ্রহ শনি আর বৃহস্পতির বুকে ঝরে পড়ে হীরার বৃষ্টি।

জি নিউজ জানিয়েছে, সৌরজগতের দুই গ্রহ শনি আর বৃহস্পতির বুকে ঝরে পড়ে ডায়মন্ড বা হীরার বৃষ্টি! এ দুই গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে পাওয়া তথ্য-উপাত্ত বলছে, সেখানে কার্বনের এই চকচকে কঠিন রূপ হীরা রয়েছে প্রচুর পরিমাণে। এ দুটি গ্রহের বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় যার ফলে সেখানে থাকা মিথেন গ্যাস কার্বনে রূপান্তরিত হয়। এরপর সেগুলো কার্বনেরই দুটি ভিন্ন রূপ-গ্রাফাইট ও ডায়মন্ড (হীরা) আকারে ঝরে পড়ে। সবচেয়ে বড় হীরের টুকরোটির ব্যাস হতে পারে এক সেন্টিমিটার পর্যন্ত।

বিজ্ঞানীরা বলছেন, 'এই ব্যাসের একটি হীরা আঙটিতে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে হীরাগুলোকে কেটে নিতে হবে সুন্দরভাবে! আর প্রতি বছর প্রায় ১০০০ টন হীরে ঝরে পড়ে শনির বুকে।'

Anuz:
Wow........... 8)

nujhat.eng:
nice to know

shan_chydiu:
nice..

Showrav.Yazdani:
Thanks for sharing.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version