IT Help Desk > Internet

ফেসবুকে কেমন ছবি দেবেন?

(1/1)

Karim Sarker(Sohel):
আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত লেখা ও ছবি পোস্ট দিই। সেখানে আমাদের বন্ধুবান্ধব, বাবা-মা, ভাইবোন, ছেলেমেয়েসহ আত্মীয়স্বজনের ছবি থাকে। প্রতিটি মুহূর্ত ফেসবুকের পাতায় বাঁধা পড়ে। নিমেষে ছড়িয়ে পড়ে হাজার হাজার বা লাখ লাখ ফেসবুক ফ্যানের মধ্যে। এর যেমন ভালো দিক আছে, তেমনি আছে মন্দ দিক। ভালো দিকটি আমরা সবাই জানি। সবার মধ্যে ছড়িয়ে পড়ার যে আনন্দ সে তো নিশ্চয়ই ভালো। কিন্তু মন্দটি কী? এ দিকটি এখন আলোচনায় আসছে। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় বিভিন্ন পরিবারের সন্তানদের কাছে গবেষকেরা জানতে চেয়েছেন প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের বিধিমালা বা নীতিমালা থাকা উচিত বলে তাঁরা মনে করেন।
১. শিশুদের হাসি-কান্না, রাগ, মান-অভিমানের ছবি পোস্ট না করা ভালো। কারণ, তারা বড় হওয়ার পরও এই সব ছবি দেখে বন্ধুরা টিকা-টিপ্পনী কাটতে পারে। এগুলো নিয়ে ঠাট্টা-মশকরা করতে পারে।
২. মা-বাবা ভালোবেসেই সন্তানদের ছবি পোস্ট দেন। কিন্তু এ সময় নিজেদের ভালো লাগা ও সন্তানদের গোপনীয়তা রক্ষার অধিকারের মধ্যে সমন্বয় করতে হবে।
৩. সবচেয়ে বড় কথা, নেতিবাচক নয়, ইতিবাচক ঘটনা ও সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি শেয়ার করা ভালো।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

nadimhaider:
May not sharing any family picture is better.

shalauddin.ns:
We should aware of that.

Navigation

[0] Message Index

Go to full version