Health Tips > Mouth

মাড়িতে রক্ত: অবহেলা নয়

(1/1)

Karim Sarker(Sohel):
মাড়ি থেকে রক্ত পড়লে যে কারও দুশ্চিন্তা হতে পারে। দাঁত ও মাড়ির সমস্যায় যেমন রক্ত পড়তে পারে, তেমনি শরীরের অন্যান্য রোগের কারণেও এমন হতে পারে।
মাড়িতে বা পার্শ্ববর্তী স্থানে দাঁতের গোড়ায় দন্তমল বা সূক্ষ্ম পাথর জমে প্রদাহ হতে পারে। এর চিকিৎসা না করলে মাড়ি ফুলে যায় ও রক্তপাত হতে পারে। নিয়মিত দাঁতের স্কেলিং করা হলে এ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এ ছাড়া দাঁত ঠিকমতো পরিষ্কার করতে হবে। দাঁতের ফাঁকগুলোও পরিষ্কার করা উচিত। খুব শক্ত শলাকাযুক্ত ব্রাশ দিয়ে বেশি জোরে ঘষাঘষি করা ভালো নয়।
রক্তের কোনো অস্বাভাবিক রোগের (যেমন: রক্তে অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়া, রক্ত জমাট বাঁধাজনিত অসুখ) কারণেও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। ডেঙ্গুসহ অন্যান্য জ্বর, সংক্রমণ, রক্তের ক্যানসার, কেমোথেরাপির পরও মাড়িতে রক্তক্ষরণ হতে পারে।
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল

Navigation

[0] Message Index

Go to full version